ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জে লঞ্চডুবির ঘটনায় আরও দুই লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১২:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে নিখোঁজ আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত চার শিশুসহ মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. এরশাদ হোসেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। এরশাদ হোসেন বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে ডেমরার বাসিন্দা আব্দুল্লাহ আল জাবেরের লাশ মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ও তিন বছরের এক শিশুর লাশ বন্দর হরিপুর পাওয়ার প্লান্ট থেকে উদ্ধার করা হয়েছে।’
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ‘লঞ্চডুবির ঘটনার আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া শিশুর মরদেহ ঘটনাস্থলে আসেনি। ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।’
এর আগে গতকাল সোমবার এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন পর্যন্ত তিন শিশুসহ মোট আটজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস। সোমবার ভোরে দুর্ঘটনাকবলিত লঞ্চ এম.এল আফসার উদ্দিন পানির ওপর তোলা হয়। গত রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী ‘আফসার উদ্দিন’ নামে লঞ্চটি ডুবে যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে লঞ্চডুবির ঘটনায় আরও দুই লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে নিখোঁজ আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত চার শিশুসহ মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. এরশাদ হোসেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। এরশাদ হোসেন বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে ডেমরার বাসিন্দা আব্দুল্লাহ আল জাবেরের লাশ মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ও তিন বছরের এক শিশুর লাশ বন্দর হরিপুর পাওয়ার প্লান্ট থেকে উদ্ধার করা হয়েছে।’
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ‘লঞ্চডুবির ঘটনার আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া শিশুর মরদেহ ঘটনাস্থলে আসেনি। ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।’
এর আগে গতকাল সোমবার এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন পর্যন্ত তিন শিশুসহ মোট আটজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস। সোমবার ভোরে দুর্ঘটনাকবলিত লঞ্চ এম.এল আফসার উদ্দিন পানির ওপর তোলা হয়। গত রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী ‘আফসার উদ্দিন’ নামে লঞ্চটি ডুবে যায়।