নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, নারায়ণগঞ্জের পাঁচটি আসন বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাকে উপহার দেব। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আব্দুল হাই বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নৌকা চেয়েছিলাম। তিনি আমাদের কথা রেখেছেন। প্রধানমন্ত্রী আমাদের চারটিতে নৌকা ও একটিতে লাঙ্গল দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের সবকিছুই দিয়েছেন। রাস্তাঘাটসহ সবকিছুই আমরা পেয়েছি। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের এবার কঠোর জবাব দেওয়া হবে।
নারায়ণগঞ্জের পাঁচটি আসন জয় করে উপহার দেব: আব্দুল হাই
জনপ্রিয় সংবাদ