ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
নানকের নির্বাচনী প্রচারণায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

নানকের নির্বাচনী প্রচারণায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

  • আপডেট সময় : ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন: রাজধানীর মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছেন।
গতকাল রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নির্বাচনী গণসংযোগ ও মিছিলে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক। তিনি বলেন, নির্বাচনী মিছিলের মধ্যে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ যাওয়ার আগেই সংঘর্ষ থেমে গেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১ টার দিকে পূর্বনির্ধারিত নির্বাচনী গণসংযোগের মিছিলের মধ্যে দলের একপক্ষের সদস্যরা আরেক পক্ষের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। আহতরা হলেন- মো. মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি, মো. সৌরভ। তারা সবাই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। তবে কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার সময় উপস্থিত এক আওয়ামী লীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন চাপাতি হাতে হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল বলেন, আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর কবীর নানকের একটি নির্বাচনী মিছিল লালমাটিয়া ধরে টাউন হলের দিকে আসছিল। এর মধ্যে টাউন হল মোড়ে কিশোর গ্যাংয়ের নিজেদের মধ্যে একটা ঝামেলা চলছিল। সে ঝামেলার মাঝে মিছিল চলে এলে কর্মীদের সঙ্গে হাতাহাতি হয়। একজনের পিঠে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ বক্সে নেওয়া হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নানকের নির্বাচনী প্রচারণায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

নানকের নির্বাচনী প্রচারণায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

আপডেট সময় : ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

মহানগর প্রতিবেদন: রাজধানীর মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছেন।
গতকাল রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নির্বাচনী গণসংযোগ ও মিছিলে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক। তিনি বলেন, নির্বাচনী মিছিলের মধ্যে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ যাওয়ার আগেই সংঘর্ষ থেমে গেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১ টার দিকে পূর্বনির্ধারিত নির্বাচনী গণসংযোগের মিছিলের মধ্যে দলের একপক্ষের সদস্যরা আরেক পক্ষের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। আহতরা হলেন- মো. মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি, মো. সৌরভ। তারা সবাই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। তবে কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার সময় উপস্থিত এক আওয়ামী লীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন চাপাতি হাতে হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল বলেন, আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর কবীর নানকের একটি নির্বাচনী মিছিল লালমাটিয়া ধরে টাউন হলের দিকে আসছিল। এর মধ্যে টাউন হল মোড়ে কিশোর গ্যাংয়ের নিজেদের মধ্যে একটা ঝামেলা চলছিল। সে ঝামেলার মাঝে মিছিল চলে এলে কর্মীদের সঙ্গে হাতাহাতি হয়। একজনের পিঠে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ বক্সে নেওয়া হয়েছে।