ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

নাদিয়ার কক্সবাজারপ্রীতি ও নতুন কাজের খবর

  • আপডেট সময় : ১০:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : গ্রাম পেরিয়ে নগরেও শীত নেমেছে। সন্ধ্যার পরই দেখা মিলছে হালকা কুয়াশার, রাত বাড়লেই বাড়ছে তার ঘনত্ব। গত মঙ্গলবার এমন শীত শীত সন্ধ্যায় যোগাযোগ করা হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়ার সঙ্গে। জানালেন, তিনি এখন সমুদ্রের নগরী কক্সবাজারে অবস্থান করছেন।না, শীতকালীন অবকাশ নয়, শুটিংয়ের জন্যই তার সাগর-পাহাড়ের জেলা ভ্রমণ। গত ১৫ ডিসেম্বর ঢাকা থেকে উড়াল দিয়েছেন কক্সবাজারে। এরপরই অংশ নিয়েছেন সফল নির্মাতা সাগর জাহানের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘হুলস্থূল’র চিত্রায়নে।নাদিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘হুলস্থূল’র গল্পটা একটি আংটিকে কেন্দ্র করে। যেটার সঙ্গে একটি পরিবারের ঐতিহ্য মিশে আছে। এই নাটকে নাদিয়ার সঙ্গে আরও আছেন ইশতিয়াক আহমেদ রুমেল, চাষী আলম, শামীমা নাজনীন, সাইদুর রহমান পাভেল প্রমুখ।কাজটির অভিজ্ঞতা নিয়ে নাদিয়ার ভাষ্য, ‘আংটি খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, মজার মজার ঘটনা ঘটে। প্রতিটা শিল্পী চমৎকার। শুটিং ফাঁকে আমরা হাসি-আড্ডায় মেতে ছিলাম। দর্শক দেখলেও খুব মজা পাবেন।’‘হুলস্থূল’ নির্মিত হচ্ছে ১৩ পর্বের ধারাবাহিক হিসেবে। এটি শিগগিরই বঙ্গ বিডিতে প্রচার হবে। এরপর একটি একক নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন নাদিয়া। এর নাম ‘তালাশ’। এটি পরিচালনা করছেন মাহমুদ হাসান রানা। এতে নাদিয়ার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। অপরাধ বিষয়ক গল্পে নির্মিত হচ্ছে নাটকটি।শুটিং কিংবা ভ্রমণ দুটো কারণে কক্সবাজারে প্রায়শই যাতায়াত হয় নাদিয়ার। এই শহরটি নিয়ে অভিনেত্রী বললেন, ‘ঢাকার পর সবচেয়ে বেশি যদি কোথাও শুটিং করি, তাহলে সেটা কক্সবাজার। ২০১৬ সালের দিকে টানা সাত মাস এখানে শুটিং করেছি। মানে আমার পরিবারের সঙ্গে কম, কক্সবাজারে বেশি থেকেছি! ফলে কক্সবাজারের প্রায় সব এলাকা চেনাজানা হয়ে গেছে। মানুষগুলোও ভীষণ ভালো। তাদের সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। প্রচুর মানুষ ছবি তোলার জন্য আসেন। তবে শুটিংয়ে ব্যাঘাত ঘটান না। এটা বেশ ভালো লাগে।’নাদিয়া জানান, এবারের কক্সবাজার সফরে তিনি আরও কয়েকটি নাটকের কাজ করবেন। তবে সেগুলো সম্পর্কে এখনই বলা বারণ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির নির্বাচন বাতিলের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন

নাদিয়ার কক্সবাজারপ্রীতি ও নতুন কাজের খবর

আপডেট সময় : ১০:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : গ্রাম পেরিয়ে নগরেও শীত নেমেছে। সন্ধ্যার পরই দেখা মিলছে হালকা কুয়াশার, রাত বাড়লেই বাড়ছে তার ঘনত্ব। গত মঙ্গলবার এমন শীত শীত সন্ধ্যায় যোগাযোগ করা হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়ার সঙ্গে। জানালেন, তিনি এখন সমুদ্রের নগরী কক্সবাজারে অবস্থান করছেন।না, শীতকালীন অবকাশ নয়, শুটিংয়ের জন্যই তার সাগর-পাহাড়ের জেলা ভ্রমণ। গত ১৫ ডিসেম্বর ঢাকা থেকে উড়াল দিয়েছেন কক্সবাজারে। এরপরই অংশ নিয়েছেন সফল নির্মাতা সাগর জাহানের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘হুলস্থূল’র চিত্রায়নে।নাদিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘হুলস্থূল’র গল্পটা একটি আংটিকে কেন্দ্র করে। যেটার সঙ্গে একটি পরিবারের ঐতিহ্য মিশে আছে। এই নাটকে নাদিয়ার সঙ্গে আরও আছেন ইশতিয়াক আহমেদ রুমেল, চাষী আলম, শামীমা নাজনীন, সাইদুর রহমান পাভেল প্রমুখ।কাজটির অভিজ্ঞতা নিয়ে নাদিয়ার ভাষ্য, ‘আংটি খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, মজার মজার ঘটনা ঘটে। প্রতিটা শিল্পী চমৎকার। শুটিং ফাঁকে আমরা হাসি-আড্ডায় মেতে ছিলাম। দর্শক দেখলেও খুব মজা পাবেন।’‘হুলস্থূল’ নির্মিত হচ্ছে ১৩ পর্বের ধারাবাহিক হিসেবে। এটি শিগগিরই বঙ্গ বিডিতে প্রচার হবে। এরপর একটি একক নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন নাদিয়া। এর নাম ‘তালাশ’। এটি পরিচালনা করছেন মাহমুদ হাসান রানা। এতে নাদিয়ার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। অপরাধ বিষয়ক গল্পে নির্মিত হচ্ছে নাটকটি।শুটিং কিংবা ভ্রমণ দুটো কারণে কক্সবাজারে প্রায়শই যাতায়াত হয় নাদিয়ার। এই শহরটি নিয়ে অভিনেত্রী বললেন, ‘ঢাকার পর সবচেয়ে বেশি যদি কোথাও শুটিং করি, তাহলে সেটা কক্সবাজার। ২০১৬ সালের দিকে টানা সাত মাস এখানে শুটিং করেছি। মানে আমার পরিবারের সঙ্গে কম, কক্সবাজারে বেশি থেকেছি! ফলে কক্সবাজারের প্রায় সব এলাকা চেনাজানা হয়ে গেছে। মানুষগুলোও ভীষণ ভালো। তাদের সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। প্রচুর মানুষ ছবি তোলার জন্য আসেন। তবে শুটিংয়ে ব্যাঘাত ঘটান না। এটা বেশ ভালো লাগে।’নাদিয়া জানান, এবারের কক্সবাজার সফরে তিনি আরও কয়েকটি নাটকের কাজ করবেন। তবে সেগুলো সম্পর্কে এখনই বলা বারণ।