ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নাটকে ফিরলেন অপূর্ব, সঙ্গে তটিনী

  • আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: জিয়াউল ফারুক অপূর্বকে এখন আর নাটকে সেভাবে দেখা যায় না। মাঝে মাঝে এক দুটি নাটকে হাজির হন। এর মধ্যে ওটিটির কাজে নিজেকে ব্যস্ত করেছিলেন এবং সর্বশেষ ‘গোলাম মামুন’ দিয়ে এই মাধ্যমেও নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছিলেন এই তারকা। অবশেষে কয়েক মাসের বিরতি কাটিয়ে নাটকের শুটিংয়ে ফিরলেন ছোট পর্দার এই বড় তারকা।
১৪ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় নতুন নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’। রুবেল হাসান পরিচালিত এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। নাটকটির পরিচালক রুবেল হাসান বলেন, ‘অপূর্ব ভাইয়া অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন। এখানে তার সঙ্গে রয়েছেন তটিনী। এই জুটিকে নিয়ে একসঙ্গে দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।’ আকবর হায়দার মুন্না প্রযোজিত এ নাটকটি শিগগিরই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নাটকে ফিরলেন অপূর্ব, সঙ্গে তটিনী

আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: জিয়াউল ফারুক অপূর্বকে এখন আর নাটকে সেভাবে দেখা যায় না। মাঝে মাঝে এক দুটি নাটকে হাজির হন। এর মধ্যে ওটিটির কাজে নিজেকে ব্যস্ত করেছিলেন এবং সর্বশেষ ‘গোলাম মামুন’ দিয়ে এই মাধ্যমেও নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছিলেন এই তারকা। অবশেষে কয়েক মাসের বিরতি কাটিয়ে নাটকের শুটিংয়ে ফিরলেন ছোট পর্দার এই বড় তারকা।
১৪ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় নতুন নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’। রুবেল হাসান পরিচালিত এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। নাটকটির পরিচালক রুবেল হাসান বলেন, ‘অপূর্ব ভাইয়া অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন। এখানে তার সঙ্গে রয়েছেন তটিনী। এই জুটিকে নিয়ে একসঙ্গে দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।’ আকবর হায়দার মুন্না প্রযোজিত এ নাটকটি শিগগিরই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।