প্রযুক্তি ডেস্ক : অবশেষে ‘ইউটিউব টিভি’ প্রশ্নে সমঝোতায় পৌঁছেছে গুগল ও ডিজনি। ন্যাশনাল জিওগ্রাফিক, ইএসপিএন এবং এবিসি’র দুই দিনের অনুপস্থিতির পর গুগলের টিভি-স্ট্রিমিং অ্যাপ ইউটিউব টিভি-তে ডিজনি চ্যানেলগুলোর প্রচার শুরু হয়েছে রোববার থেকে।
গুগলের প্ল্যাটফর্মে ডিজনির কন্টেন্ট প্রচারের চুক্তি নবায়ন করতে ব্যর্থ হওয়ার খবর নিশ্চিত করেছিল উভয় প্রতিষ্ঠান। শুক্রবারেই অ্যাপটিতে নিজস্ব চ্যানেলেগুলোর প্রচার বন্ধ করে দিয়েছিল ডিজনি। ব্লগ পোস্টে ডিজনি চ্যানেলগুলোর অনুপস্থিতিতে ইউটিউব-টিভি’র মাসিক খরচায় ১৫ ডলার ছাড় দেওয়ার ঘোষণাও দিয়েছিল গুগল। তবে, আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছিল উভয় প্রতিষ্ঠান। সেই নাটকীয়তার অবসান ঘটেছে। ইউটিউব টুইট করেছে, “আমরা ডিজনির সঙ্গে নতুন চুক্তি করতে পেরেছি এবং এরমধ্যেই ইএসপিএন এবং এফএক্স-এর মতো চ্যানেলগুলোতে নতুন করে যুক্ত হচ্ছি।”
তবে উভয় প্রতিষ্ঠানের কেউই চুক্তির আর্থিক লেনদেনের দিকটি নিয়ে মুখ খোলেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
চুক্তি নবায়নে ব্যর্থতার খবর জানিয়ে ইউটিউব ব্লগ পোস্টে বলেছিল, ডিজনি চুক্তি নবায়নের বেলায় “ন্যায়সঙ্গত শর্ত” দিলে কেবল তবেই চুক্তিতে ফিরবে বিশ্বের শীর্ষ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। ডিজনি চ্যানেলগুলোর অনুপস্থিতিতে ইউটিউব টিভি’র মাসিক খরচ ৬৪.৯৯ ডলার থেকে কমিয়ে ৪৯.৯৯ ডলারে নামিয়ে আনে প্রতিষ্ঠানটি।
চুক্তি নবায়নের পর ইউটিউব টিভি’র সেবা আবার আগে মূল্যে ফিরিয়ে নিয়েছে ইউটিউব। ডিজনি চ্যানেলগুলোর কয়েক দিনের অনুপস্থিতির ভুক্তভোগীরা এককালীন ১৫ ডলার ছাড় পাবেন বলে রোববার জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার আলাদা বিবৃতিতে ডিজনি বলেছে “বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য শর্তাবলীতে পৌঁছাতে গুগলের সহযোগিতার প্রশংসা করছি আমরা।” ডিসেম্বরের শুরুতেই স্ট্রিমিং প্ল্যাটফর্ম রোকু’র সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছেছে ইউটিউব। তার আগে প্রতিযোগিতাবিমুখ আচরণের অভিযোগে ইউটিউবের ফ্ল্যাগশিপ অ্যাপ এবং টিভি সেবা বিপণনের প্রশ্নে দুই প্রতিষ্ঠানের মধ্যে রেষারেষি চলেছে টানা কয়েক মাস ধরে।
নাটকীয়তা শেষে ইউটিউব টিভি-তে ফিরেছে ডিজনি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ