ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

নাটকীয়তার পর জাপানের সঙ্গে এফওসি হচ্ছে

  • আপডেট সময় : ০৮:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হচ্ছে। আগামী ১৫ মে টোকিওতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলোদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হবে। অন্যদিকে জাপানের পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতার প্রতি জোর দেওয়ার ঈঙ্গিত পাওয়া গেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার (১৩ মে) সিদ্ধান্ত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম নেতৃত্ব দেবেন।

এফওসি নিয়ে নাটক: জাপানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার বিষয়ে গত মাসে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। হঠাৎ করে নির্ধারিত এফওসি স্থগিত করার জন্য নোট ভার্বালের (কূটনৈতিকপত্র) মাধ্যমে জাপানের কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেন পররাষ্ট্র সচিব।

 

নির্দেশ মোতাবেক সোমবার এ বিষয়ে নোট ভার্বালের মাধ্যমে জাপানের কর্তৃপক্ষকে জানানো হয়। প্রস্তুতিমূলক বৈঠক স্থগিতের বিষয়টি প্রধান উপদেষ্টার অফিস অবহিত হলে সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, পররাষ্ট্র সচিবের অনুপস্থিতিতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ওই বৈঠকে নেতৃত্ব দেবেন।

 

এ বিষয়ে বিশদ আলোচনার পরে মঙ্গলবার (১৩ মে) সিদ্ধান্ত হয় যে বৈঠকে নেতৃত্ব দেবেন সচিব (দ্বিপাক্ষিক) নজরুল ইসলাম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নাটকীয়তার পর জাপানের সঙ্গে এফওসি হচ্ছে

আপডেট সময় : ০৮:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হচ্ছে। আগামী ১৫ মে টোকিওতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলোদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হবে। অন্যদিকে জাপানের পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতার প্রতি জোর দেওয়ার ঈঙ্গিত পাওয়া গেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার (১৩ মে) সিদ্ধান্ত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম নেতৃত্ব দেবেন।

এফওসি নিয়ে নাটক: জাপানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার বিষয়ে গত মাসে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। হঠাৎ করে নির্ধারিত এফওসি স্থগিত করার জন্য নোট ভার্বালের (কূটনৈতিকপত্র) মাধ্যমে জাপানের কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেন পররাষ্ট্র সচিব।

 

নির্দেশ মোতাবেক সোমবার এ বিষয়ে নোট ভার্বালের মাধ্যমে জাপানের কর্তৃপক্ষকে জানানো হয়। প্রস্তুতিমূলক বৈঠক স্থগিতের বিষয়টি প্রধান উপদেষ্টার অফিস অবহিত হলে সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, পররাষ্ট্র সচিবের অনুপস্থিতিতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ওই বৈঠকে নেতৃত্ব দেবেন।

 

এ বিষয়ে বিশদ আলোচনার পরে মঙ্গলবার (১৩ মে) সিদ্ধান্ত হয় যে বৈঠকে নেতৃত্ব দেবেন সচিব (দ্বিপাক্ষিক) নজরুল ইসলাম।