ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নাজানিন জাঘারি যুক্তরাজ্যে ফিরছেন: টিউলিপ সিদ্দিক

  • আপডেট সময় : ০২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ছয় বছর বন্দি থাকার পর ব্রিটিশ-ইরানীয় নারী নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফ যুক্তরাজ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন তার এলাকার আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক। এক টুইট বার্তায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনপ্রণেতা টিউলিপ জানিয়েছেন, জাঘারি-র‌্যাটক্লিফ তেহরান বিমানবন্দরে রয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাঘারি-র‌্যাটক্লিফের সঙ্গে যুক্তরাজ্যে ফিরছেন আরেক ব্রিটিশ-ইরানি বন্দি আনুশেহ আসুরি।
ইরানের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালে গ্রেফতার হয়েছিলেন নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফ। অন্যদিকে আনুশেহ আসুরি গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৭ সালে গ্রেফতার হয়েছিলেন। উভয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফকে গৃহবন্দি রাখা হয় এবং এই সপ্তাহে তাকে ব্রিটিশ পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। তার স্বামী রিচার্ড র‌্যাটক্লিফ এখনও কোনও মন্তব্য করেননি। তিনি তাদের ছয় বছরের মেয়ে গ্যাব্রিয়েলাকে নিয়ে লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় বসবাস করেন। স্ত্রীর মুক্তির দাবিতে প্রচারণা চালিয়েছেন তিনি। গত বছরের অক্টোবরে অনশনও করেন রিচার্ড র‌্যাটক্লিফ।
জাঘারি-র‌্যাটক্লিফের ননদ রেবেকা র‌্যাটক্লিফ বলেন, এটা এক ‘আবেগের দিন’। জাঘারির সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে বাড়িতে প্রাণ ফিরবে কিন্তু তিনি যতক্ষণ বিমানবন্দর না ছাড়ছেন ততক্ষণ আমরা বিশ্বাস করতে পারছি না’। এর আগে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক জানান, নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফ যুক্তরাজ্যে কবে ফিরতে পারবেন সেই ‘স্বপ্ন’ দেখছিলেন। সূত্র: বিবিসি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যশোরে নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও, স্মারকলিপি প্রদান

নাজানিন জাঘারি যুক্তরাজ্যে ফিরছেন: টিউলিপ সিদ্দিক

আপডেট সময় : ০২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ছয় বছর বন্দি থাকার পর ব্রিটিশ-ইরানীয় নারী নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফ যুক্তরাজ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন তার এলাকার আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক। এক টুইট বার্তায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনপ্রণেতা টিউলিপ জানিয়েছেন, জাঘারি-র‌্যাটক্লিফ তেহরান বিমানবন্দরে রয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাঘারি-র‌্যাটক্লিফের সঙ্গে যুক্তরাজ্যে ফিরছেন আরেক ব্রিটিশ-ইরানি বন্দি আনুশেহ আসুরি।
ইরানের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালে গ্রেফতার হয়েছিলেন নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফ। অন্যদিকে আনুশেহ আসুরি গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৭ সালে গ্রেফতার হয়েছিলেন। উভয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফকে গৃহবন্দি রাখা হয় এবং এই সপ্তাহে তাকে ব্রিটিশ পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। তার স্বামী রিচার্ড র‌্যাটক্লিফ এখনও কোনও মন্তব্য করেননি। তিনি তাদের ছয় বছরের মেয়ে গ্যাব্রিয়েলাকে নিয়ে লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় বসবাস করেন। স্ত্রীর মুক্তির দাবিতে প্রচারণা চালিয়েছেন তিনি। গত বছরের অক্টোবরে অনশনও করেন রিচার্ড র‌্যাটক্লিফ।
জাঘারি-র‌্যাটক্লিফের ননদ রেবেকা র‌্যাটক্লিফ বলেন, এটা এক ‘আবেগের দিন’। জাঘারির সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে বাড়িতে প্রাণ ফিরবে কিন্তু তিনি যতক্ষণ বিমানবন্দর না ছাড়ছেন ততক্ষণ আমরা বিশ্বাস করতে পারছি না’। এর আগে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক জানান, নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফ যুক্তরাজ্যে কবে ফিরতে পারবেন সেই ‘স্বপ্ন’ দেখছিলেন। সূত্র: বিবিসি