ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নাচে অক্ষয়-সালমানের দারুণ জুটি

  • আপডেট সময় : ০২:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : নাচের ভিডিও দেখতে দেখতে বলিউড সুপারস্টার সালমান খান এবং অক্ষয় কুমারের মনে হল, একবার নেচে উঠলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। নাচের স্টেপে পা মেলালেন দুই তারকা। এনডিটিভি জানিয়েছে, নাচের ওই ভিডিও অক্ষয় তার ইনস্টাগ্রামে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাচের ভিডিওটি ছিল, অক্ষয়ের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘সেলফি’র ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানের। সেখানে দ্রুত লয়ের ওই নাচটি অক্ষয় নাচছিলেন টাইগার শ্রফের সাথে। ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গেছে, ল্যাপটপে সালমান ও অক্ষয় মনোযোগ দিয়ে নাচের ভিডিও দেখছেন। এরপর পাশাপাশি দাঁড়িয়ে অক্ষয় সালমানকে নাচের একটি মুদ্রা শেখান। দ্রুত সময়ের মধ্যে সালমান সেই মুদ্রা তুলে নিয়ে নাচতে শুরু করে দেন। নাচ শেষে হাসতে হাসতে একে অন্যেকে জড়িয়েও ধরেন দুই নায়ক।
ভিডিও পোস্ট করে অক্ষয় লিখেছেন, “সালমানের মাত্র কয়েক মিনিট সময় লাগল বিটটা ধরতে। এরপর আর কি বলব ভাই, শুরু হল ‘ধুম মাচাই’।“ ওই ভিডিওতে দুই তারকার বহু অনুরাগী কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “ভাই তো পুরো আগুন লাগিয়ে দিলেন।“ আরেকজনের ভাষ্য, “দুই পছন্দের অভিনেতাকে দেখে ভালো লাগছে।“ অন্য একজন লিখেছেন, “সালমান ও অক্ষয়ের একসঙ্গে কাজ করা উচিত।“ “পাঠানের পর এখন খিলাড়িও এসেছেন ভাইজানের সাহায্য নিতে’ ভালোবাসার ইমোজি দিয়ে এই মন্তব্য করেছেন এক ভক্ত। এর আগে ‘মুজসে শাদি করোগি’ ও ‘জান-ই-মান’ সিনেমায় এই দুই অভিনেতা কাজ করেছেন একসঙ্গে। আগামী ১৪ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত সিনেমা সেলফি। রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম সিনেমা ‘ড্রাইভিং লাইনেন্স’ এর হিন্দি রিমেক। এদিকে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার শুটিং শেষে প্রকাশ পেয়েছে টিজার, যা মুক্তি পাবে চলতি বছরের রোজার ঈদে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাচে অক্ষয়-সালমানের দারুণ জুটি

আপডেট সময় : ০২:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক : নাচের ভিডিও দেখতে দেখতে বলিউড সুপারস্টার সালমান খান এবং অক্ষয় কুমারের মনে হল, একবার নেচে উঠলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। নাচের স্টেপে পা মেলালেন দুই তারকা। এনডিটিভি জানিয়েছে, নাচের ওই ভিডিও অক্ষয় তার ইনস্টাগ্রামে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাচের ভিডিওটি ছিল, অক্ষয়ের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘সেলফি’র ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানের। সেখানে দ্রুত লয়ের ওই নাচটি অক্ষয় নাচছিলেন টাইগার শ্রফের সাথে। ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গেছে, ল্যাপটপে সালমান ও অক্ষয় মনোযোগ দিয়ে নাচের ভিডিও দেখছেন। এরপর পাশাপাশি দাঁড়িয়ে অক্ষয় সালমানকে নাচের একটি মুদ্রা শেখান। দ্রুত সময়ের মধ্যে সালমান সেই মুদ্রা তুলে নিয়ে নাচতে শুরু করে দেন। নাচ শেষে হাসতে হাসতে একে অন্যেকে জড়িয়েও ধরেন দুই নায়ক।
ভিডিও পোস্ট করে অক্ষয় লিখেছেন, “সালমানের মাত্র কয়েক মিনিট সময় লাগল বিটটা ধরতে। এরপর আর কি বলব ভাই, শুরু হল ‘ধুম মাচাই’।“ ওই ভিডিওতে দুই তারকার বহু অনুরাগী কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “ভাই তো পুরো আগুন লাগিয়ে দিলেন।“ আরেকজনের ভাষ্য, “দুই পছন্দের অভিনেতাকে দেখে ভালো লাগছে।“ অন্য একজন লিখেছেন, “সালমান ও অক্ষয়ের একসঙ্গে কাজ করা উচিত।“ “পাঠানের পর এখন খিলাড়িও এসেছেন ভাইজানের সাহায্য নিতে’ ভালোবাসার ইমোজি দিয়ে এই মন্তব্য করেছেন এক ভক্ত। এর আগে ‘মুজসে শাদি করোগি’ ও ‘জান-ই-মান’ সিনেমায় এই দুই অভিনেতা কাজ করেছেন একসঙ্গে। আগামী ১৪ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত সিনেমা সেলফি। রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম সিনেমা ‘ড্রাইভিং লাইনেন্স’ এর হিন্দি রিমেক। এদিকে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার শুটিং শেষে প্রকাশ পেয়েছে টিজার, যা মুক্তি পাবে চলতি বছরের রোজার ঈদে।