- মোঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কচাকাটা থানার অন্তর্গত কচাকাটা বাজারে আগুন লেগে বড় ও ছোট মিলিয়ে ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (৩১আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে বাজারের অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোর রাতে অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয়রা নির্বাপণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীদের একান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বাজারের ৫টি দোকানের যাবতীয় মালামাল পুড়ে শেষ হয়ে যায়। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল ও তাদের বকেয়া খাতাসহ ব্যবসার গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছে।
স্থানীয় লোকজন দাবি করেন, যদি কচাকাটা বা মাদারগঞ্জে ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকতো, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কম হতো। তাই দ্রুত কচাকাটায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট চালু করার জোর দাবি জানান এলাকাবাসী।
সানা/আপ্র/৩১/১০/২০২৫
 
																			 
										















