ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

নাগপুর টেস্টে হেইজেলউডকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারত সফরে অস্ট্রেলিয়ার চোটের তালিকা দীর্ঘ হলো আরও। পায়ের চোটে প্রথম টেস্ট খেলতে পারবেন না অভিজ্ঞ পেসার জশ হেইজেলউড। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে বাম পায়ের অ্যাকিলিসের চোটে পড়েন হেইজেলউড। তা থেকে এখনও সেরে উঠতে পারেননি ৩২ বছর বয়সী পেসার। যে কারণে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া নাগপুর টেস্টে তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোটের সঙ্গে হেইজেলউডের এই লড়াই চলছে বেশ কিছুদিন ধরে। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোট পান তিনি। ফলে ছিটকে যান ওই সফরের দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে। সিডনি টেস্ট দিয়ে ফিরলেও বৃষ্টিভেজা মাঠে নরম আউটফিল্ডে বোলিংয়ের কারণে হেইজেলউডের অ্যাকিলিস ক্ষতিগ্রস্ত হয়। যা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তাই ভারতে দলের অনুশীলন ক্যাম্পে খুব বেশি বোলিং করতে পারেননি তিনি। নাগপুর টেস্ট শুরুর দুদিন আগে পুনরায় বোলিং শুরুর আশা তার। “সিডনি টেস্টে পাওয়া চোটই এটি। ভারী বৃষ্টির পর নরম মাঠে বোলিং করেছি আমরা। রান-আপের জায়গা খুবই নরম ছিল। যা পরে বদলাতে হয়েছে। এটি একটা মাত্রা পর্যন্ত ঠিক আছে। কিন্তু টেস্টে যে বাড়তি চেষ্টা করতে হয়েছে, এর সঙ্গে শরীর মানানসই নয়।”
“ভারতে আসার আগে আমি দেশে কিছুটা বোলিং করেছি। মূলত সেরে ওঠার প্রচেষ্টা ছিল। তবে এটি খুব সম্ভবত প্রত্যাশামাফিক ঠিক হচ্ছিল না। তাই আমরা ঠিক করেছি একটু সময় নেওয়ার। মঙ্গলবার থেকে বোলিং করব। আশা করি সব ঠিক থাকবে।” হেইজেলউডের আগে আঙুলের চোটে নাগপুর টেস্ট থেকে ছিটকে গেছেন আরেক অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। এছাড়া পুরনো চোটের কারণে এখনও বোলিংয়ের অনুমতি পাননি পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ফলে প্রথম টেস্টের জন্য অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে পেসার রইলেন শুধু স্কট বোল্যান্ড এবং অভিষেকের অপেক্ষায় থাকা ল্যান্স মরিস। অবশ্য ভারতের উইকেট-কন্ডিশনের কথা মাথায় রেখে স্কোয়াডে ৪ স্পিনার নিয়েছে অস্ট্রেলিয়া। নাগপুর টেস্ট দিয়ে বৃহস্পতিবার শুরু হবে এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। পরের তিন টেস্ট দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে। ২০০৪ সালের পর ভারতে আর সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাগপুর টেস্টে হেইজেলউডকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : ভারত সফরে অস্ট্রেলিয়ার চোটের তালিকা দীর্ঘ হলো আরও। পায়ের চোটে প্রথম টেস্ট খেলতে পারবেন না অভিজ্ঞ পেসার জশ হেইজেলউড। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে বাম পায়ের অ্যাকিলিসের চোটে পড়েন হেইজেলউড। তা থেকে এখনও সেরে উঠতে পারেননি ৩২ বছর বয়সী পেসার। যে কারণে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া নাগপুর টেস্টে তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোটের সঙ্গে হেইজেলউডের এই লড়াই চলছে বেশ কিছুদিন ধরে। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোট পান তিনি। ফলে ছিটকে যান ওই সফরের দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে। সিডনি টেস্ট দিয়ে ফিরলেও বৃষ্টিভেজা মাঠে নরম আউটফিল্ডে বোলিংয়ের কারণে হেইজেলউডের অ্যাকিলিস ক্ষতিগ্রস্ত হয়। যা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তাই ভারতে দলের অনুশীলন ক্যাম্পে খুব বেশি বোলিং করতে পারেননি তিনি। নাগপুর টেস্ট শুরুর দুদিন আগে পুনরায় বোলিং শুরুর আশা তার। “সিডনি টেস্টে পাওয়া চোটই এটি। ভারী বৃষ্টির পর নরম মাঠে বোলিং করেছি আমরা। রান-আপের জায়গা খুবই নরম ছিল। যা পরে বদলাতে হয়েছে। এটি একটা মাত্রা পর্যন্ত ঠিক আছে। কিন্তু টেস্টে যে বাড়তি চেষ্টা করতে হয়েছে, এর সঙ্গে শরীর মানানসই নয়।”
“ভারতে আসার আগে আমি দেশে কিছুটা বোলিং করেছি। মূলত সেরে ওঠার প্রচেষ্টা ছিল। তবে এটি খুব সম্ভবত প্রত্যাশামাফিক ঠিক হচ্ছিল না। তাই আমরা ঠিক করেছি একটু সময় নেওয়ার। মঙ্গলবার থেকে বোলিং করব। আশা করি সব ঠিক থাকবে।” হেইজেলউডের আগে আঙুলের চোটে নাগপুর টেস্ট থেকে ছিটকে গেছেন আরেক অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। এছাড়া পুরনো চোটের কারণে এখনও বোলিংয়ের অনুমতি পাননি পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ফলে প্রথম টেস্টের জন্য অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে পেসার রইলেন শুধু স্কট বোল্যান্ড এবং অভিষেকের অপেক্ষায় থাকা ল্যান্স মরিস। অবশ্য ভারতের উইকেট-কন্ডিশনের কথা মাথায় রেখে স্কোয়াডে ৪ স্পিনার নিয়েছে অস্ট্রেলিয়া। নাগপুর টেস্ট দিয়ে বৃহস্পতিবার শুরু হবে এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। পরের তিন টেস্ট দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে। ২০০৪ সালের পর ভারতে আর সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া।