ক্রীড়া ডেস্ক: দারুণ এক সম্মাননা পেলেন ইংল্যান্ডের সাবেক কোচ গ্যারেথ সাউথগেট। নাইটহুড উপাধি দেওয়া হয়েছে তাকে। এখন থেকে তার নামের শুরুতে বসবে ‘স্যার।’ ২০২৪ ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর গত জুলাইয়ে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান সাউথগেট। তার আট বছরের অধ্যায়ে পরপর দুটি ইউরোর ফাইনালে খেলে ইংল্যান্ড। ২০১৮ বিশ্বকাপে তারা খেলে সেমি-ফাইনালে।
চতুর্থ ইংল্যান্ড কোচ হিসেবে নাইটহুড পেলেন ৫৪ বছর বয়সী সাউথগেট। তার আগে এই উপাধি পান স্যার ওয়াল্টার উইন্টারবটম, স্যার আলফ রামসে ও স্যার ববি রবসন।