ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

নাইজেরিয়ায় ৭৩ স্কুলশিক্ষার্থীকে অপহরণ

  • আপডেট সময় : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর–পশ্চিমে একটি স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। স্কুলটি থেকে তারা ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত বুধবার সকালে নাইজেরিয়ার জামফারা রাজ্যের কায়া গ্রামে এ ঘটনা ঘটে।
অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন জামফারা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মাদ শেহু। তিনি বলেছেন, অপহরণকারীদের বড় একটি দল সরকারি স্কুলটিতে হামলা চালায়। অপহরণের শিকার শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে পুলিশ।
নাইজেরিয়ায় অপহরণের এমন ঘটনা এর আগেও ঘটেছে। গত বছরের ডিসেম্বর থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের এক হাজারের বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা সাধারণত মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়। তবে যাদের পরিবার মুক্তিপণ দিতে পারে না, তাদের হত্যা করার ঘটনাও ঘটেছে।
নাইজেরিয়ার জামফারা, কাতসিনা ও কাদুনা রাজ্যে এসব অপহরণকারীর অবস্থান। এই প্রদেশগুলোয় বিস্তৃত বনাঞ্চলে তাদের ঘাঁটি রয়েছে। এই অপহরণকারীদের নির্মূলে এর আগে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। দেশটিতে অপহরণসহ নানা অপরাধ দমন করতে সম্প্রতি বাসিন্দাদের ওপর নানা বিধিনিষেধ জারি করেছে মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্যের সরকার। সরকারের এমন পদক্ষেপের পর এবার এ অপহরণের ঘটনা ঘটল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নাইজেরিয়ায় ৭৩ স্কুলশিক্ষার্থীকে অপহরণ

আপডেট সময় : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর–পশ্চিমে একটি স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। স্কুলটি থেকে তারা ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত বুধবার সকালে নাইজেরিয়ার জামফারা রাজ্যের কায়া গ্রামে এ ঘটনা ঘটে।
অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন জামফারা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মাদ শেহু। তিনি বলেছেন, অপহরণকারীদের বড় একটি দল সরকারি স্কুলটিতে হামলা চালায়। অপহরণের শিকার শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে পুলিশ।
নাইজেরিয়ায় অপহরণের এমন ঘটনা এর আগেও ঘটেছে। গত বছরের ডিসেম্বর থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের এক হাজারের বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা সাধারণত মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়। তবে যাদের পরিবার মুক্তিপণ দিতে পারে না, তাদের হত্যা করার ঘটনাও ঘটেছে।
নাইজেরিয়ার জামফারা, কাতসিনা ও কাদুনা রাজ্যে এসব অপহরণকারীর অবস্থান। এই প্রদেশগুলোয় বিস্তৃত বনাঞ্চলে তাদের ঘাঁটি রয়েছে। এই অপহরণকারীদের নির্মূলে এর আগে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। দেশটিতে অপহরণসহ নানা অপরাধ দমন করতে সম্প্রতি বাসিন্দাদের ওপর নানা বিধিনিষেধ জারি করেছে মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্যের সরকার। সরকারের এমন পদক্ষেপের পর এবার এ অপহরণের ঘটনা ঘটল।