আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর–পশ্চিমে একটি স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। স্কুলটি থেকে তারা ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত বুধবার সকালে নাইজেরিয়ার জামফারা রাজ্যের কায়া গ্রামে এ ঘটনা ঘটে।
অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন জামফারা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মাদ শেহু। তিনি বলেছেন, অপহরণকারীদের বড় একটি দল সরকারি স্কুলটিতে হামলা চালায়। অপহরণের শিকার শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে পুলিশ।
নাইজেরিয়ায় অপহরণের এমন ঘটনা এর আগেও ঘটেছে। গত বছরের ডিসেম্বর থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের এক হাজারের বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা সাধারণত মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়। তবে যাদের পরিবার মুক্তিপণ দিতে পারে না, তাদের হত্যা করার ঘটনাও ঘটেছে।
নাইজেরিয়ার জামফারা, কাতসিনা ও কাদুনা রাজ্যে এসব অপহরণকারীর অবস্থান। এই প্রদেশগুলোয় বিস্তৃত বনাঞ্চলে তাদের ঘাঁটি রয়েছে। এই অপহরণকারীদের নির্মূলে এর আগে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। দেশটিতে অপহরণসহ নানা অপরাধ দমন করতে সম্প্রতি বাসিন্দাদের ওপর নানা বিধিনিষেধ জারি করেছে মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্যের সরকার। সরকারের এমন পদক্ষেপের পর এবার এ অপহরণের ঘটনা ঘটল।
নাইজেরিয়ায় ৭৩ স্কুলশিক্ষার্থীকে অপহরণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ