ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

নাইজেরিয়ায় বিস্ফোরণে ভবনধস, নিহত ৯

  • আপডেট সময় : ১২:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি ভবনধসে পড়ার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি জনপ্রিয় বাজারের কাছে ওই ভবনটি অবস্থিত। জাতীয় জরুরি সেবা বিভাগ এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার (১৭ মে) শহরের সাবোন গেরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। ওই এলাকার বেশিরভাগ মানুষই অন্য সব এলাকা থেকে সেখানে বসবাস শুরু করেন। জাতীয় জরুরি ব্যবস্থা সংস্থার প্রধান মুস্তাফা হাবিব আহমেদ বলেন, গ্যাস সিলিন্ডার থেকে একটি ওয়েল্ডিংয়ের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়জন নিহত হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে। সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাছাকাছি একটি স্কুলের অভিভাবকরা এই বিস্ফোরণের খবর পেয়েই নিজেদের সন্তানদের খোঁজ নিতে ছুটে গেছেন। তবে স্কুলের কোনো শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া যায়নি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় বিস্ফোরণে ভবনধস, নিহত ৯

আপডেট সময় : ১২:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি ভবনধসে পড়ার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি জনপ্রিয় বাজারের কাছে ওই ভবনটি অবস্থিত। জাতীয় জরুরি সেবা বিভাগ এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার (১৭ মে) শহরের সাবোন গেরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। ওই এলাকার বেশিরভাগ মানুষই অন্য সব এলাকা থেকে সেখানে বসবাস শুরু করেন। জাতীয় জরুরি ব্যবস্থা সংস্থার প্রধান মুস্তাফা হাবিব আহমেদ বলেন, গ্যাস সিলিন্ডার থেকে একটি ওয়েল্ডিংয়ের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়জন নিহত হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে। সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাছাকাছি একটি স্কুলের অভিভাবকরা এই বিস্ফোরণের খবর পেয়েই নিজেদের সন্তানদের খোঁজ নিতে ছুটে গেছেন। তবে স্কুলের কোনো শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া যায়নি।