ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৫

  • আপডেট সময় : ১১:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ১০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সোকোতো রাজ্যের বিভিন্ন এলাকায় বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীর প্রচেষ্টা চলার মধ্যেই নতুন এ হামলা হলো। সোকোতো রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।
এক বিবৃতিতে সোকোতো রাজ্যের গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুয়াল একে দস্যুদের সন্ত্রাসী কর্মকা- বলে মন্তব্য করেছেন।
গত রোববার রাত থেকে শুরু করে গত সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এসব হামলায় নাইজার প্রজাতন্ত্র সীমান্তসংলগ্ন ইল্লেলা শহরে ১৩ জন নিহত হয়েছেন। রাজ্যের রাজধানী থেকে ৭৬ কিলোমিটার দূরের এলাকা গোরোনিয়োতে নিহত হয়েছেন দুজন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি জানান, হামলাকারীদের অবস্থান শনাক্ত করতে উন্নত প্রযুক্তি স্থাপন করেছে সেনাবাহিনী। এক বিবৃতিতে বুহারি বলেন, নিরস্ত্র মানুষদের ওপর বিনা উসকানিতে ধারাবাহিকভাবে যে সহিংসতা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে শক্ত জবাব দেবে সরকার।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বছরখানেক ধরে বন্দুকধারীরা মানুষকে হত্যা করছে। মুক্তিপণ আদায় করতে শত শত মানুষকে অপহরণ করছে তারা। বিভিন্ন জায়গায় যোগাযোগসেবা বিচ্ছিন্ন করে, সেনা অভিযান চালিয়ে এবং পুলিশের উপস্থিতি বাড়িয়ে এ নিরাপত্তাসংকট মোকাবিলার চেষ্টা করছে দেশটির সরকার। গত মাসেও সোকোতো রাজ্যে হামলা চালিয়েছিল বন্দুকধারীরা। এ হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৫

আপডেট সময় : ১১:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সোকোতো রাজ্যের বিভিন্ন এলাকায় বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীর প্রচেষ্টা চলার মধ্যেই নতুন এ হামলা হলো। সোকোতো রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।
এক বিবৃতিতে সোকোতো রাজ্যের গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুয়াল একে দস্যুদের সন্ত্রাসী কর্মকা- বলে মন্তব্য করেছেন।
গত রোববার রাত থেকে শুরু করে গত সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এসব হামলায় নাইজার প্রজাতন্ত্র সীমান্তসংলগ্ন ইল্লেলা শহরে ১৩ জন নিহত হয়েছেন। রাজ্যের রাজধানী থেকে ৭৬ কিলোমিটার দূরের এলাকা গোরোনিয়োতে নিহত হয়েছেন দুজন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি জানান, হামলাকারীদের অবস্থান শনাক্ত করতে উন্নত প্রযুক্তি স্থাপন করেছে সেনাবাহিনী। এক বিবৃতিতে বুহারি বলেন, নিরস্ত্র মানুষদের ওপর বিনা উসকানিতে ধারাবাহিকভাবে যে সহিংসতা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে শক্ত জবাব দেবে সরকার।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বছরখানেক ধরে বন্দুকধারীরা মানুষকে হত্যা করছে। মুক্তিপণ আদায় করতে শত শত মানুষকে অপহরণ করছে তারা। বিভিন্ন জায়গায় যোগাযোগসেবা বিচ্ছিন্ন করে, সেনা অভিযান চালিয়ে এবং পুলিশের উপস্থিতি বাড়িয়ে এ নিরাপত্তাসংকট মোকাবিলার চেষ্টা করছে দেশটির সরকার। গত মাসেও সোকোতো রাজ্যে হামলা চালিয়েছিল বন্দুকধারীরা। এ হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়।