ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০

  • আপডেট সময় : ১১:৪৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গত শনিবার ওই রাজ্যের একজন কর্মকর্তা ও পার্লামেন্টের স্থানীয় একজন সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে, এতে বেশ কয়েকজন নিহত হয়।
টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, “ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে হত্যা করেছে। লাশগুলো আমরা দেখেছি ও গুনেছি। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে।” সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা এ হামলার জন্য রাজ্যজুড়ে বিরাজমান নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন।
সোকোটো পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কতোজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি। উত্তরপশ্চিম নাইজেরিয়া গত ডিসেম্বর থেকে মুক্তিপণের জন্য স্কুল শিশু ও গ্রামবাসীদের অপহরণের একের পর এক ঘটনা প্রত্যক্ষ করেছে। ডাকাতদের এই উৎপাতে ওই অঞ্চলের লাখ লাখ বাসিন্দার দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।
সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সোকোটোর কিছু অংশসহ দেশটির উত্তরপশ্চিম অঞ্চলে টেলিযোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার নিরাপত্তা গোয়েন্দারা জামফারা রাজ্য থেকে সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোর অপহরণ করে নিয়ে যাওয়া ১৮৭ জনকে উদ্ধার করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০

আপডেট সময় : ১১:৪৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গত শনিবার ওই রাজ্যের একজন কর্মকর্তা ও পার্লামেন্টের স্থানীয় একজন সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে, এতে বেশ কয়েকজন নিহত হয়।
টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, “ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে হত্যা করেছে। লাশগুলো আমরা দেখেছি ও গুনেছি। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে।” সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা এ হামলার জন্য রাজ্যজুড়ে বিরাজমান নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন।
সোকোটো পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কতোজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি। উত্তরপশ্চিম নাইজেরিয়া গত ডিসেম্বর থেকে মুক্তিপণের জন্য স্কুল শিশু ও গ্রামবাসীদের অপহরণের একের পর এক ঘটনা প্রত্যক্ষ করেছে। ডাকাতদের এই উৎপাতে ওই অঞ্চলের লাখ লাখ বাসিন্দার দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।
সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সোকোটোর কিছু অংশসহ দেশটির উত্তরপশ্চিম অঞ্চলে টেলিযোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার নিরাপত্তা গোয়েন্দারা জামফারা রাজ্য থেকে সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোর অপহরণ করে নিয়ে যাওয়া ১৮৭ জনকে উদ্ধার করেছে।