আন্তর্জাতিক ডেস্ক : একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় নাইজেরিয়ায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের সবার মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে গত বুধবার ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কেবি রাজ্যের ওয়ারা এলাকায় নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ায় এর আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে
নাইজেরিয়ার ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির স্থানীয় কর্মকর্তা ইউসুফ বিরমা জানান, ওই নৌকাটিতে ১৮০ জন যাত্রীর ধারণা ক্ষমতা ছিল না। তারপরেও নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। ফলে এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি বলেন, এখন পর্যন্ত মাত্র ২০ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ১৫৬ জন এখনও নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এদের কেউ আর বেঁচে নেই।
নাইজেরিয়ায় নৌকাডুবিতে দেড় শতাধিক মৃত্যুর শঙ্কা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ