ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নাইজেরিয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ৫৬

  • আপডেট সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

নাইজেরিয়ায় সংঘর্ষের ছবি রয়টার্স থেকে নেওয়া

আন্তর্জাতিক ডেস্ক: এবার মধ্য নাইজেরিয়ার বেনু রাজ্যে সহিংসতার ঘটনা ঘটলো। এই সপ্তাহে সেখানে সন্দেহভাজন যাযাবর পশুপালনকারীদের হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে।

গভর্নরের দপ্তর শনিবার (১৯ এপ্রিল) মৃতের এ সংখ্যা জানিয়েছে। এর আগের মৃত্যুর সংখ্যা ১৭ জন বলেছিল সরকারি অফিস। এখনও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন এক সরকারি মুখপাত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুলিশের মুখপাত্র আনেনে সেউয়েসে ক্যাথরিন শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া বেনু রাজ্যের একটি অঞ্চলে রাতের বেলায় হামলা চালিয়েছে।’

এই হামলা এমন এক সময়ে হলো যখন পশুপালনকারী ও কৃষকদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ আবারও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং যখন আক্রমণকারীদের প্রতিহত করা হচ্ছিল, তখন তারা ‘ভোরবেলা বেনুর উকুম এলাকায় নিরীহ কৃষকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পাঁচ কৃষক নিহত হন।’

পুলিশ আরো জানায়, প্রায় ৭০ কিলোমিটার দূরের লোগো এলাকায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। পুলিশের পৌঁছানোর আগেই সেখানে ১২ জন নিহত হন। মাত্র দুই দিন আগেই বেনুর ওতুকপো এলাকায় ১১ জন নিহত হন এবং এর এক সপ্তাহেরও কম সময় আগে পাশের প্লাটো রাজ্যে বন্দুকধারীরা গ্রামগুলোতে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করে।

গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে পশুপালনকারী ও কৃষকদের সংঘর্ষে ওই অঞ্চলে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ২২ লাখ মানুষ গৃহহীন হয়েছে।

এই সংঘর্ষগুলো সাধারণত মুসলিম ফুলানি পশুপালনকারীদের সঙ্গে খ্রিষ্টান বেরম ও ইরিগওয়ি জাতিগোষ্ঠীর কৃষকদের মধ্যে ঘটে এবং প্রায়শই তা জাতিগত ও ধর্মীয় সংঘর্ষ হিসেবে উপস্থাপন করা হয়।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ৫৬

আপডেট সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: এবার মধ্য নাইজেরিয়ার বেনু রাজ্যে সহিংসতার ঘটনা ঘটলো। এই সপ্তাহে সেখানে সন্দেহভাজন যাযাবর পশুপালনকারীদের হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে।

গভর্নরের দপ্তর শনিবার (১৯ এপ্রিল) মৃতের এ সংখ্যা জানিয়েছে। এর আগের মৃত্যুর সংখ্যা ১৭ জন বলেছিল সরকারি অফিস। এখনও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন এক সরকারি মুখপাত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুলিশের মুখপাত্র আনেনে সেউয়েসে ক্যাথরিন শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া বেনু রাজ্যের একটি অঞ্চলে রাতের বেলায় হামলা চালিয়েছে।’

এই হামলা এমন এক সময়ে হলো যখন পশুপালনকারী ও কৃষকদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ আবারও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং যখন আক্রমণকারীদের প্রতিহত করা হচ্ছিল, তখন তারা ‘ভোরবেলা বেনুর উকুম এলাকায় নিরীহ কৃষকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পাঁচ কৃষক নিহত হন।’

পুলিশ আরো জানায়, প্রায় ৭০ কিলোমিটার দূরের লোগো এলাকায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। পুলিশের পৌঁছানোর আগেই সেখানে ১২ জন নিহত হন। মাত্র দুই দিন আগেই বেনুর ওতুকপো এলাকায় ১১ জন নিহত হন এবং এর এক সপ্তাহেরও কম সময় আগে পাশের প্লাটো রাজ্যে বন্দুকধারীরা গ্রামগুলোতে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করে।

গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে পশুপালনকারী ও কৃষকদের সংঘর্ষে ওই অঞ্চলে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ২২ লাখ মানুষ গৃহহীন হয়েছে।

এই সংঘর্ষগুলো সাধারণত মুসলিম ফুলানি পশুপালনকারীদের সঙ্গে খ্রিষ্টান বেরম ও ইরিগওয়ি জাতিগোষ্ঠীর কৃষকদের মধ্যে ঘটে এবং প্রায়শই তা জাতিগত ও ধর্মীয় সংঘর্ষ হিসেবে উপস্থাপন করা হয়।