ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

নাইজেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ

  • আপডেট সময় : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। সরকারবিরোধী কর্মকা-ের মাধ্যম হিসেবে টুইটার ব্যবহার হচ্ছে- এমন অভিযোগে জনপ্রিয় এই মাধ্যম বন্ধ ঘোষণা করেছে সরকার।
গত শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল-জাজিরা নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। বিবৃতি দেওয়ার দুই দিন আগে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি টুইট মুছে ফেলে টুইটার। নিয়ম ভাঙার অভিযোগে তাঁর ওই টুইট মুছে ফেলা হয়।
গত শুক্রবারের ওই মন্তব্যের পরও টুইটার নাইজেরিয়ায় সচল রয়েছে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সেগুন আদেইয়েমি বলেন, প্রযুক্তিগত দিক নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে টুইটারের অপারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নাইজেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ

আপডেট সময় : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। সরকারবিরোধী কর্মকা-ের মাধ্যম হিসেবে টুইটার ব্যবহার হচ্ছে- এমন অভিযোগে জনপ্রিয় এই মাধ্যম বন্ধ ঘোষণা করেছে সরকার।
গত শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল-জাজিরা নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। বিবৃতি দেওয়ার দুই দিন আগে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি টুইট মুছে ফেলে টুইটার। নিয়ম ভাঙার অভিযোগে তাঁর ওই টুইট মুছে ফেলা হয়।
গত শুক্রবারের ওই মন্তব্যের পরও টুইটার নাইজেরিয়ায় সচল রয়েছে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সেগুন আদেইয়েমি বলেন, প্রযুক্তিগত দিক নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে টুইটারের অপারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে।