মজনু মিয়া : ক’দিন ধরে মনে পরে খুব করে মা’কে
নদীর পথে চেয়ে থাকি ধূধূ খাকি ডাকে,
বাবা আমায় ভুলে গেছে ভাই বোন ভুলে থাকে
এখন আমার খুব করে যে মনে পরে মা’কে!
কাঁদতে গিয়ে গলা শুকায় দু’চোখ অশ্রু হারা
পাল তুলে কেউ ভাটি গেলে মন হয় পাগল পারা,
কবে আইছি মনে নেই আজ গাঁয়ের মানুষ ছাড়া
বুকের ভেতর হুহু কান্না পদ্মা নদীর ধারা!
আমার বুঝি নাইওর যাওয়া হবে না আর কভু
দুঃখের সংসার অভাব ঘরে মন যেতে চায় তবু,
আবার আমি বকুল তলায় গাঁথব ফুলের মালা
সখা সখী ডাকব কাছে মিটবে মনের জ্বালা।