ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্ররাজনীতি বন্ধের দাবি ছুটির পরও বুয়েটে চলছে পরীক্ষা বর্জন, আইনি লড়াইয়ে প্রশাসন টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ভোটের আগে ভারতের নির্দেশে রাজনৈতিক পোস্ট ব্লক করল এক্স ঋণ পেতে মরদেহ নিয়ে ব্যাংকে এলেন নারী প্রতিমন্ত্রী পলকের শ্যালকের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন ভারতের জাতীয় নির্বাচন আজ শুরু নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাব মুখপাত্র মঈন বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা ২৪ এপ্রিল ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে

নষ্ট খাবার দেওয়ায় রাস্তায় ফেলে শিক্ষার্থীদের প্রতিবাদ

  • আপডেট সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার প্রতিবেদন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল প্রশাসনের উদ্যোগে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে নষ্ট খাবার বিতরণের অভিযোগ উঠেছে। শুভেচ্ছা ভোজের খাবার নষ্ট হওয়ায় সে খাবার হলের আবাসিক শিক্ষক কোয়াটারের রাস্তায় ফেলে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা।
গত সোমবার বিজয় একাত্তর হল ট্রাস্ট ফান্ডের প্রভোস্ট গোল্ড মেডেল, প্রভোস্ট অ্যাওয়ার্ড ও বৃত্তি দেওয়ার অনুষ্ঠানে সরবরাহ করা খাবার নিয়ে এ বিড়ম্বনার সূত্রপাত হয়। এসময় শিক্ষার্থীরা প্রশাসনকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে খাবার দেওয়ার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল তার অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। যা খুবই দুঃখজনক। আমরা শিক্ষার্থীদের মধ্যে পুনরায় খাবার বিতরণ করার উদ্যোগ দেবো। গতকাল ২৪ জানুয়ারি হলের নেতৃত্বস্থানীয় ছাত্রদের সঙ্গে কথা বলে একটি উদ্যোগ নেওয়ার কথা জানা যায়। বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়— ২৩ জানুয়ারি অনুষ্ঠান উপলক্ষ্যে হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে কুপন বিতরণ করে ২১ এবং ২২ জানুয়ারি। শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে কুপন বিতরণের সময়সীমা বাড়ানো হয় ২৩ জানুয়ারি দুপুর পর্যন্ত। হলের আবাসিক পরিচয়পত্র অথবা পে-ইন স্লিপ দিয়ে কুপন হাতে পান শিক্ষার্থীরা। কিন্তু ২৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে আটটার সময় খাবার বিতরণ শুরু হয়। খাবারের বাটির ভেতরে পোলাও, এক পিস মুরগির রোস্ট এবং একটা ডিম দেওয়া হয়। কিন্তু বাটি খুললে খাবারে দুর্গন্ধ পান শিক্ষার্থীরা। রোস্ট এবং পোলাও উভয়েই দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় তা আর খাওয়ার উপযুক্ত ছিল না।
দেখা যায়, হলের দক্ষিণ দিকের বারান্দা দিয়ে হলের আবাসিক শিক্ষকদের কোয়াটারে যাওয়ার রাস্তায় খাবারের বাটি পড়ে আছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে রাস্তায় খাবারের বাটি ছুড়ছেন। এতে পুরো রাস্তা হাঁটার অনুপযোগী হয়ে গেছে। বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, খাবার বিতরণের অনেক আগে রান্না করার জন্যই নষ্ট হয়ে গেছে। খাবার ঠিক সময়ে রান্না করে প্যাকেজিং করলে এ সমস্যা হতো না। অব্যবস্থাপনার জন্য পোলাও এবং রোস্ট নষ্ট হয়ে গেছে। আর এটি হয়েছে হল প্রশাসনের গাফিলতির কারণে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছাত্ররাজনীতি বন্ধের দাবি ছুটির পরও বুয়েটে চলছে পরীক্ষা বর্জন, আইনি লড়াইয়ে প্রশাসন

নষ্ট খাবার দেওয়ায় রাস্তায় ফেলে শিক্ষার্থীদের প্রতিবাদ

আপডেট সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩

ক্যাম্পাস ও ক্যারিয়ার প্রতিবেদন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল প্রশাসনের উদ্যোগে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে নষ্ট খাবার বিতরণের অভিযোগ উঠেছে। শুভেচ্ছা ভোজের খাবার নষ্ট হওয়ায় সে খাবার হলের আবাসিক শিক্ষক কোয়াটারের রাস্তায় ফেলে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা।
গত সোমবার বিজয় একাত্তর হল ট্রাস্ট ফান্ডের প্রভোস্ট গোল্ড মেডেল, প্রভোস্ট অ্যাওয়ার্ড ও বৃত্তি দেওয়ার অনুষ্ঠানে সরবরাহ করা খাবার নিয়ে এ বিড়ম্বনার সূত্রপাত হয়। এসময় শিক্ষার্থীরা প্রশাসনকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে খাবার দেওয়ার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল তার অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। যা খুবই দুঃখজনক। আমরা শিক্ষার্থীদের মধ্যে পুনরায় খাবার বিতরণ করার উদ্যোগ দেবো। গতকাল ২৪ জানুয়ারি হলের নেতৃত্বস্থানীয় ছাত্রদের সঙ্গে কথা বলে একটি উদ্যোগ নেওয়ার কথা জানা যায়। বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়— ২৩ জানুয়ারি অনুষ্ঠান উপলক্ষ্যে হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে কুপন বিতরণ করে ২১ এবং ২২ জানুয়ারি। শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে কুপন বিতরণের সময়সীমা বাড়ানো হয় ২৩ জানুয়ারি দুপুর পর্যন্ত। হলের আবাসিক পরিচয়পত্র অথবা পে-ইন স্লিপ দিয়ে কুপন হাতে পান শিক্ষার্থীরা। কিন্তু ২৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে আটটার সময় খাবার বিতরণ শুরু হয়। খাবারের বাটির ভেতরে পোলাও, এক পিস মুরগির রোস্ট এবং একটা ডিম দেওয়া হয়। কিন্তু বাটি খুললে খাবারে দুর্গন্ধ পান শিক্ষার্থীরা। রোস্ট এবং পোলাও উভয়েই দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় তা আর খাওয়ার উপযুক্ত ছিল না।
দেখা যায়, হলের দক্ষিণ দিকের বারান্দা দিয়ে হলের আবাসিক শিক্ষকদের কোয়াটারে যাওয়ার রাস্তায় খাবারের বাটি পড়ে আছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে রাস্তায় খাবারের বাটি ছুড়ছেন। এতে পুরো রাস্তা হাঁটার অনুপযোগী হয়ে গেছে। বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, খাবার বিতরণের অনেক আগে রান্না করার জন্যই নষ্ট হয়ে গেছে। খাবার ঠিক সময়ে রান্না করে প্যাকেজিং করলে এ সমস্যা হতো না। অব্যবস্থাপনার জন্য পোলাও এবং রোস্ট নষ্ট হয়ে গেছে। আর এটি হয়েছে হল প্রশাসনের গাফিলতির কারণে।