চুয়াডাঙ্গার প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় নর্দমা থেকে পাঁচটি সোনার বার (২৫ ভরি দুই রতি) উদ্ধার করেছে পুলিশ। এ সময় হৃদয় হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হৃদয় দর্শনার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও দর্শনা থানা পুলিশের সদস্যরা দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় দর্শনা থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেল গতিরোধ করেন পুলিশ সদস্যরা। পুলিশ দেখে মোটরসাইকেল চালক পকেটে থাকা কাগজে মোড়ানো সোনার বারগুলো পাশের নর্দমায় ফেলে দেন। পরে তাকে আটক করে ঐ নর্দমা থেকে ৫টি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন ২৫ ভরি দুই রতি। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় সংবাদ