ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার প্রতিবাদে কোরআন বিতরণ!

  • আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আবমাননার প্রতিবাদে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন ও ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির ৮ নম্বর ফটকে ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের উদ্দেশ্য হলো পবিত্র কোরআনের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোনো ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননা কখনোই সহনীয় নয়। তাই তারা প্রতিবাদের ইতিবাচক রূপ হিসেবে কোরআন বিতরণের মাধ্যমে মানুষকে ইসলামের শিক্ষা ও মানবতার বার্তা সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে চান।

এর আগে, পবিত্র কোরআন অবমাননার দায়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে। গত রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অপূর্ব পালের বিরুদ্ধে মামলা করার কথাও জানানো হয়। এ ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন ওই শিক্ষার্থী। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

ওআ/আপ্র/০৭/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার প্রতিবাদে কোরআন বিতরণ!

আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আবমাননার প্রতিবাদে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন ও ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির ৮ নম্বর ফটকে ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের উদ্দেশ্য হলো পবিত্র কোরআনের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোনো ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননা কখনোই সহনীয় নয়। তাই তারা প্রতিবাদের ইতিবাচক রূপ হিসেবে কোরআন বিতরণের মাধ্যমে মানুষকে ইসলামের শিক্ষা ও মানবতার বার্তা সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে চান।

এর আগে, পবিত্র কোরআন অবমাননার দায়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে। গত রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অপূর্ব পালের বিরুদ্ধে মামলা করার কথাও জানানো হয়। এ ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন ওই শিক্ষার্থী। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

ওআ/আপ্র/০৭/১০/২০২৫