ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

‘নরসুন্দর’ সালাহউদ্দিন লাভলু

  • আপডেট সময় : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ২০২ বার পড়া হয়েছে


বিনোদন ডেস্ক : নাপিত নয়, সালাহউদ্দিন লাভলুকে ডাকতে হবে ‘নরসুন্দর’ বলে। ঈদে প্রচারের জন্য নির্মিত ‘কুসুম বিউটি পার্লার’ নাটকে নরসুন্দরের চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু। দিপ্ত টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাটকের গল্পে দেখা যাবে, ‘ভোলা সুপার সেলুন (প্রা.) লিমিটেড’-এর মালিক ভুলু তালুকদার ওরফে ‘ভোলা নাপিত’। আশপাশের দশগ্রামে তার পসার। যদিও ‘নাপিত’ বললে ভীষণ ক্ষেপে যান তিনি। সবার চুল-দাঁড়ি ছেঁটে সুন্দর করে দেন, তাই তার চাওয়া- সবাই তাকে ডাকবে ‘নরসুন্দর ভোলা’। ১৩ বছর পর দুবাই থেকে দেশে ফেরা বন্ধু কচি খন্দকার বুদ্ধি দেয় বিউটি পার্লার চালু করার। স্ত্রী কুসুমের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন ভোলা। কুসুম প্রথমে রাজিও হয়। তবে একদিন সকালে ঘুম থেকে উঠে কুসুম ভীষণ ক্ষিপ্ত হয় ভোলার ওপর। এরপর ভোলা আর তার বিউটি পার্লার শুরু করার গল্প নিয়ে এগিয়ে যায় নাটকের স্রোত। দীপ্ত টিভির ঈদ আয়োজনের এই নাটকে ভোলার স্ত্রী কুসুম চরিত্রে দেখা যাবে উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌকে। রচনা করেছেন খায়রুল বাবুই, পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘নরসুন্দর’ সালাহউদ্দিন লাভলু

আপডেট সময় : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১


বিনোদন ডেস্ক : নাপিত নয়, সালাহউদ্দিন লাভলুকে ডাকতে হবে ‘নরসুন্দর’ বলে। ঈদে প্রচারের জন্য নির্মিত ‘কুসুম বিউটি পার্লার’ নাটকে নরসুন্দরের চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু। দিপ্ত টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাটকের গল্পে দেখা যাবে, ‘ভোলা সুপার সেলুন (প্রা.) লিমিটেড’-এর মালিক ভুলু তালুকদার ওরফে ‘ভোলা নাপিত’। আশপাশের দশগ্রামে তার পসার। যদিও ‘নাপিত’ বললে ভীষণ ক্ষেপে যান তিনি। সবার চুল-দাঁড়ি ছেঁটে সুন্দর করে দেন, তাই তার চাওয়া- সবাই তাকে ডাকবে ‘নরসুন্দর ভোলা’। ১৩ বছর পর দুবাই থেকে দেশে ফেরা বন্ধু কচি খন্দকার বুদ্ধি দেয় বিউটি পার্লার চালু করার। স্ত্রী কুসুমের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন ভোলা। কুসুম প্রথমে রাজিও হয়। তবে একদিন সকালে ঘুম থেকে উঠে কুসুম ভীষণ ক্ষিপ্ত হয় ভোলার ওপর। এরপর ভোলা আর তার বিউটি পার্লার শুরু করার গল্প নিয়ে এগিয়ে যায় নাটকের স্রোত। দীপ্ত টিভির ঈদ আয়োজনের এই নাটকে ভোলার স্ত্রী কুসুম চরিত্রে দেখা যাবে উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌকে। রচনা করেছেন খায়রুল বাবুই, পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ।