নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার একটি কলাবাগান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রাম থেকে গতকাল সোমবার বিকালে রক্তাক্ত ক্ষত-বিক্ষত মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান। মরদেহ দুটির পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে কয়েকজন দিনমজুর ক্ষেতের ধান কাটার জন্য ওই কলাবাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা মরদেহ দুটি দেখতে পান এবং পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তাদের বয়স ৪০ থেকে ৪৫ এর মধ্যে হবে। ওসি আজিজুর আরও জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের গায়ে লুঙ্গি ও শার্ট ছিল। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।