ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

নরওয়েতে নেটোর মহড়ায় ৪ আরোহীসহ মার্কিন আকাশযান বিধ্বস্ত

  • আপডেট সময় : ১২:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের উত্তরাঞ্চলে ৪ আরোহীসহ যুক্তরাষ্ট্রের একটি সামরিক আকাশযান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় পুলিশ ও দেশটির জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারস্ (জেআরসিসি) জানিয়েছে।
শুক্রবার মধ্য ইউরোপের মান সময় (সিইটি) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটের দিকে মার্কিন মেরিন কোরের এমভি-২২বি অসপ্রি আকাশযানটি নেটোর ‘কোল্ড রেসপন্স’ নামের সামরিক মহড়ায় অংশগ্রহণরত অবস্থায় নিখোঁজ হয়ে যায় বলে জেআরসিসি জানিয়েছে।
জরুরি সঙ্কেত পাওয়ার পর একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়ে সামরিক বাহিনীর একটি ওরাইওন বিমান ৯টা ১৭ মিনিটে বিধ্বস্ত আকাশযানটির ধ্বংসাবশেষের খোঁজ পায়। আকাশযানটির চার আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নরওয়ের নুলান কাউন্টির পুলিশ প্রধান বেন্ত আইলেক্সন বলেন, “আমরা বিধ্বস্ত আকাশযানটি খুঁজে পেয়েছি। তবে সেখানে জীবনের কোনো লক্ষণ দেখিনি। এটি একটি মার্কিন আকাশযান আর তাতে চার জন আমেরিকান ছিল বলে আমাদের জানানো হয়েছে।”
আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকারী আকাশযানগুলো আর সেখানে নামেনি। তার বদলে পুলিশ ও জরুরি বিভাগের উদ্ধারকারীরা স্থলপথে সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। তবে এতে কতো সময় লাগবে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“এখন অন্ধকার, আবহাওয়া পরিস্থিতি খারাপ আর তুষার ধসের ঝুঁকিও আছে,” বলেছেন আইলেক্সন। বিধ্বস্ত আকাশযানটি প্রশিক্ষণ অনুশীলনে ছিল এবং সন্ধ্যা ৬টার দিকে এটির ফিরে আসার কথা ছিল। খারাপ আবহাওয়ার মধ্যে এটি বিধ্বস্ত হয়। নুলানের আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরওয়েতে নেটোর মহড়ায় ৪ আরোহীসহ মার্কিন আকাশযান বিধ্বস্ত

আপডেট সময় : ১২:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের উত্তরাঞ্চলে ৪ আরোহীসহ যুক্তরাষ্ট্রের একটি সামরিক আকাশযান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় পুলিশ ও দেশটির জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারস্ (জেআরসিসি) জানিয়েছে।
শুক্রবার মধ্য ইউরোপের মান সময় (সিইটি) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটের দিকে মার্কিন মেরিন কোরের এমভি-২২বি অসপ্রি আকাশযানটি নেটোর ‘কোল্ড রেসপন্স’ নামের সামরিক মহড়ায় অংশগ্রহণরত অবস্থায় নিখোঁজ হয়ে যায় বলে জেআরসিসি জানিয়েছে।
জরুরি সঙ্কেত পাওয়ার পর একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়ে সামরিক বাহিনীর একটি ওরাইওন বিমান ৯টা ১৭ মিনিটে বিধ্বস্ত আকাশযানটির ধ্বংসাবশেষের খোঁজ পায়। আকাশযানটির চার আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নরওয়ের নুলান কাউন্টির পুলিশ প্রধান বেন্ত আইলেক্সন বলেন, “আমরা বিধ্বস্ত আকাশযানটি খুঁজে পেয়েছি। তবে সেখানে জীবনের কোনো লক্ষণ দেখিনি। এটি একটি মার্কিন আকাশযান আর তাতে চার জন আমেরিকান ছিল বলে আমাদের জানানো হয়েছে।”
আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকারী আকাশযানগুলো আর সেখানে নামেনি। তার বদলে পুলিশ ও জরুরি বিভাগের উদ্ধারকারীরা স্থলপথে সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। তবে এতে কতো সময় লাগবে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“এখন অন্ধকার, আবহাওয়া পরিস্থিতি খারাপ আর তুষার ধসের ঝুঁকিও আছে,” বলেছেন আইলেক্সন। বিধ্বস্ত আকাশযানটি প্রশিক্ষণ অনুশীলনে ছিল এবং সন্ধ্যা ৬টার দিকে এটির ফিরে আসার কথা ছিল। খারাপ আবহাওয়ার মধ্যে এটি বিধ্বস্ত হয়। নুলানের আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে জানা গেছে।