ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নয়া মানুষ’-এ গাইলেন শফি মন্ডল-চন্দনা মজুমদার

  • আপডেট সময় : ১২:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে


বিনোদন ডেস্ক : দেশের নন্দিত লোক সংগীতশিল্পী চন্দনা মজুমদার ও সংগীতশিল্পী শফি মন্ডল। নিয়মিত গান করছেন তারা। এবার ‘নয়া মানুষ’ শিরোনামে একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিলেন তারা। রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। গানটির সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। সোহেল রানা বয়াতি নির্মাণ করছেন ‘নয়া মানুষ’ সিনেমা। এ সিনেমার টাইটেল গানটি এটি। আ. মা. ম. হাসানুজ্জামানের বেদনার বালুচর গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন মাসুম রেজা। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন কমল চন্দ্র দাস। চন্দনা মজুমদার বলেন, ‘সিনেমার গল্প চমকে ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।’ অন্যদিকে বাউল শফি মন্ডল বলেন, ‘দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি সেই কম গানের তালিকায় থাকবে তা নিশ্চিত!’ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী উষশী। নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান ‘নয়া মানুষ’। দ্বৈত এই গানে সিনেমার পুরো বিষয়বস্তু উঠে এসেছে।’’ ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। সিনেমাটির কাজ শেষ পর্যায়ে জানিয়ে সোহেল রানা বয়াতি বলেন, ‘গত বছরের অক্টোবরে চলচ্চিত্রের ৭০ ভাগ কাজ শেষ করেছি। ইচ্ছা ছিল পুরোটা একবারে শেষ করার। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তা-বে ৩০ ভাগ কাজ আটকে যায়। খুব শিগগির আমরা বাকি চিত্রধারণের কাজ শুরু করব। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে রাখছি, কারণ এ বছরই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে চা

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নয়া মানুষ’-এ গাইলেন শফি মন্ডল-চন্দনা মজুমদার

আপডেট সময় : ১২:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩


বিনোদন ডেস্ক : দেশের নন্দিত লোক সংগীতশিল্পী চন্দনা মজুমদার ও সংগীতশিল্পী শফি মন্ডল। নিয়মিত গান করছেন তারা। এবার ‘নয়া মানুষ’ শিরোনামে একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিলেন তারা। রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। গানটির সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। সোহেল রানা বয়াতি নির্মাণ করছেন ‘নয়া মানুষ’ সিনেমা। এ সিনেমার টাইটেল গানটি এটি। আ. মা. ম. হাসানুজ্জামানের বেদনার বালুচর গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন মাসুম রেজা। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন কমল চন্দ্র দাস। চন্দনা মজুমদার বলেন, ‘সিনেমার গল্প চমকে ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।’ অন্যদিকে বাউল শফি মন্ডল বলেন, ‘দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি সেই কম গানের তালিকায় থাকবে তা নিশ্চিত!’ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী উষশী। নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান ‘নয়া মানুষ’। দ্বৈত এই গানে সিনেমার পুরো বিষয়বস্তু উঠে এসেছে।’’ ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। সিনেমাটির কাজ শেষ পর্যায়ে জানিয়ে সোহেল রানা বয়াতি বলেন, ‘গত বছরের অক্টোবরে চলচ্চিত্রের ৭০ ভাগ কাজ শেষ করেছি। ইচ্ছা ছিল পুরোটা একবারে শেষ করার। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তা-বে ৩০ ভাগ কাজ আটকে যায়। খুব শিগগির আমরা বাকি চিত্রধারণের কাজ শুরু করব। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে রাখছি, কারণ এ বছরই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে চা