ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

‘নভেম্বর রেইন’-এ জেমস

  • আপডেট সময় : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : গত ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি কনসার্টে গাওয়ার কথা ছিল নগরবাউল জেমসের। কিন্তু তখনই দেশজুড়ে শুরু হয় করোনার নতুন ঢেউ। জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ায় কনসার্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নগরবাউল। ভক্তদের কাছে করেছেন দুঃখপ্রকাশ।
অবশেষে আবারও তিনি মঞ্চে নিয়মিত হলেন। করোনা সংক্রমণের হার ৫ শতাংশে নামার পর নিয়মিত গাইছেন। সেই ধারাবাহিকতায় আগামী ১২ নভেম্বর ‘নভেম্বর রেইন’ নামে একটি বড় কনসার্টে অংশ নেবেন তিনি। এটি হবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন জেমসের মুখপাত্র রবিন। এটি আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নগরবাউল ছাড়াও এতে আরও ৭টি ব্যান্ড অংশ নেবে। এগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। আয়োজকরা আরও জানায়, কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে এরই মধ্যে জেমসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের সবচেয়ে বড় আয়োজন হবে এটি। জানা যায়, কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। দাম কত হবে—এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে আয়োজকরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘নভেম্বর রেইন’-এ জেমস

আপডেট সময় : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

বিনোদন প্রতিবেদক : গত ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি কনসার্টে গাওয়ার কথা ছিল নগরবাউল জেমসের। কিন্তু তখনই দেশজুড়ে শুরু হয় করোনার নতুন ঢেউ। জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ায় কনসার্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নগরবাউল। ভক্তদের কাছে করেছেন দুঃখপ্রকাশ।
অবশেষে আবারও তিনি মঞ্চে নিয়মিত হলেন। করোনা সংক্রমণের হার ৫ শতাংশে নামার পর নিয়মিত গাইছেন। সেই ধারাবাহিকতায় আগামী ১২ নভেম্বর ‘নভেম্বর রেইন’ নামে একটি বড় কনসার্টে অংশ নেবেন তিনি। এটি হবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন জেমসের মুখপাত্র রবিন। এটি আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নগরবাউল ছাড়াও এতে আরও ৭টি ব্যান্ড অংশ নেবে। এগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। আয়োজকরা আরও জানায়, কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে এরই মধ্যে জেমসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের সবচেয়ে বড় আয়োজন হবে এটি। জানা যায়, কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। দাম কত হবে—এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে আয়োজকরা।