ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

নভেম্বরে শুরু হবে পারমাণবিক আলোচনা: ইরান

  • আপডেট সময় : ১১:১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে ছয় বিশ্ব শক্তির সঙ্গে তেহরানের আলোচনা নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ পারমাণবিক আলোচক। গত বুধবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক টুইট বার্তায় এই তথ্য জানানা আলি বাগেরি কানি। আলোচনা শুরুর নির্দিষ্ট তারিখ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।
তিন বছর আগে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর এককভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। চুক্তিটি ফের সক্রিয় করতে গত এপ্রিলে আলোচনা শুরু হয়। কিন্তু জুনে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নির্বাচিত হওয়ার পর আলোচনা স্থগিত হয়ে যায়। তেহরানে নতুন প্রশাসন দায়িত্ব নিয়ে আলোচনা এগিয়ে নেবে বলে তখন জানায় ইরান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মতোই নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও চান ফলপ্রসু আলোচনা। ট্রাম্পের চাপের প্রতিক্রিয়ায় ইরান ধীরে ধীরে পারমাণবিক চুক্তির শর্ত থেকে ফিরে আসতে শুরু করে। পশ্চিমা শক্তিগুলো তাদের চুক্তি মেনে চলার তাগিদ দিতে থাকে।
ভিয়েনায় ছয় দফা আলোচনার পর এখনও তেহরান ও ওয়াশিংটনের মতবিরোধ রয়েছে। পারমাণবিক সীমা কোন পর্যন্ত তেহরান মানবে আর ওয়াশিংটন কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তা নিয়ে অচলাবস্থা চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নভেম্বরে শুরু হবে পারমাণবিক আলোচনা: ইরান

আপডেট সময় : ১১:১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে ছয় বিশ্ব শক্তির সঙ্গে তেহরানের আলোচনা নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ পারমাণবিক আলোচক। গত বুধবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক টুইট বার্তায় এই তথ্য জানানা আলি বাগেরি কানি। আলোচনা শুরুর নির্দিষ্ট তারিখ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।
তিন বছর আগে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর এককভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। চুক্তিটি ফের সক্রিয় করতে গত এপ্রিলে আলোচনা শুরু হয়। কিন্তু জুনে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নির্বাচিত হওয়ার পর আলোচনা স্থগিত হয়ে যায়। তেহরানে নতুন প্রশাসন দায়িত্ব নিয়ে আলোচনা এগিয়ে নেবে বলে তখন জানায় ইরান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মতোই নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও চান ফলপ্রসু আলোচনা। ট্রাম্পের চাপের প্রতিক্রিয়ায় ইরান ধীরে ধীরে পারমাণবিক চুক্তির শর্ত থেকে ফিরে আসতে শুরু করে। পশ্চিমা শক্তিগুলো তাদের চুক্তি মেনে চলার তাগিদ দিতে থাকে।
ভিয়েনায় ছয় দফা আলোচনার পর এখনও তেহরান ও ওয়াশিংটনের মতবিরোধ রয়েছে। পারমাণবিক সীমা কোন পর্যন্ত তেহরান মানবে আর ওয়াশিংটন কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তা নিয়ে অচলাবস্থা চলছে।