নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ৮৯ জন আর বাকি ১৪ জন ঢাকার বাইরের হাসপাতালে।
গতকাল শুক্রবার ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়। শুক্রবারসহ চলতি মাসের প্রথম ৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ৭২৫ জন।
কন্ট্রোল রুম জানিয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭০৫ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৫৪৫ জন আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬০ জন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৪ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৫৮০ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম। চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন গত সেপ্টেম্বর মাসে। এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট সাত হাজার ৮৪১ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এর আগের মাসে অর্থাৎ আগস্ট মাসে ভর্তি হয়েছিলেন সাত হাজার ৬৯৮ জন।
নভেম্বরের ৪ দিনে ৭২৫ ডেঙ্গু রোগী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ