ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

নব্বইয়ের শুরুতে নিয়ে গেল নিউজিল্যান্ডের বিশ্বকাপ জার্সি

  • আপডেট সময় : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে নিউজিল্যান্ড দল। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা এই জার্সি প্রকাশ্যে নিয়ে এসেছে। ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্টের মতো খ্যাতনামা ক্রিকেটাররা নতুন ধাঁচের জার্সি পরে ফটোশুট করেছেন। ইনস্টাগ্র্যামে নিউজিল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের এই জার্সি।’ জার্সির নকশা করা হয়েছে নব্বই দশকের শুরুর দিকে ব্যবহার করা জার্সিগুলো সমন্বয়ে। ঐতিহ্যবাহী ধূসরের সঙ্গে কালো রঙয়ের মিশেলে তৈরি হয়েছে নতুন এই জার্সি। নব্বইয়ের শুরুতে ধূসর রঙয়ের ব্যাপক ব্যবহার ছিল। এছাড় মূল গ্র্যাফিক হিসেবে ফার্ন পাতা থেকে সরে এসেছে তারা। ব্যবহার করা হয়েছে সাউদার্ন ক্রস। গত ২০ সেপ্টেম্বর নিউ জিল্যান্ড তাদের বিশ্বকাপ দল ঘোষণা করে। ওপেনার গাপটিল দেশটির হয়ে রেকর্ড সপ্তমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আগামী ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে গতবারের রানার্সআপরা। সুপার টুয়েলভে তাদের গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুটি দল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নব্বইয়ের শুরুতে নিয়ে গেল নিউজিল্যান্ডের বিশ্বকাপ জার্সি

আপডেট সময় : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে নিউজিল্যান্ড দল। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা এই জার্সি প্রকাশ্যে নিয়ে এসেছে। ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্টের মতো খ্যাতনামা ক্রিকেটাররা নতুন ধাঁচের জার্সি পরে ফটোশুট করেছেন। ইনস্টাগ্র্যামে নিউজিল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের এই জার্সি।’ জার্সির নকশা করা হয়েছে নব্বই দশকের শুরুর দিকে ব্যবহার করা জার্সিগুলো সমন্বয়ে। ঐতিহ্যবাহী ধূসরের সঙ্গে কালো রঙয়ের মিশেলে তৈরি হয়েছে নতুন এই জার্সি। নব্বইয়ের শুরুতে ধূসর রঙয়ের ব্যাপক ব্যবহার ছিল। এছাড় মূল গ্র্যাফিক হিসেবে ফার্ন পাতা থেকে সরে এসেছে তারা। ব্যবহার করা হয়েছে সাউদার্ন ক্রস। গত ২০ সেপ্টেম্বর নিউ জিল্যান্ড তাদের বিশ্বকাপ দল ঘোষণা করে। ওপেনার গাপটিল দেশটির হয়ে রেকর্ড সপ্তমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আগামী ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে গতবারের রানার্সআপরা। সুপার টুয়েলভে তাদের গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুটি দল।