ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচই জিতেছিল আফগানিস্তান। কিন্তু সুপার ফোরে সাফল্য ধরে রাখতে পারেনি। তাতে মোহাম্মদ নবীর অধিনায়কত্ব প্রশ্নবিদ্ধ হলেও তাকে নেতৃত্বে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নেতৃত্বে ব্যর্থতার পাশাপাশি ব্যাটে-বলেও নিজেকে মেলে ধরতে পারেননি নবী। এশিয়া কাপে পাঁচ ম্যাচ খেলে বল হাতে মাত্র তিন উইকেট, চার ইনিংসে সর্বোচ্চ রান ৮। খারাপ ফর্মে থাকলেও তাকেই বিশ্বকাপের অধিনায়ক রেখে দিলেন নির্বাচকরা। এশিয়া কাপ দলে থাকা সামিউল্লাহ শিনওয়ারি, হাসমতউল্লাহ শহীদী, আফসার জাজাই, করিম জানাত ও নুর আহমেদ বাদ পড়েছেন। মিডল অর্ডার ব্যাটসম্যান দারউইশ রাসুলি, অলরাউন্ডার কাইস আহমেদ ও ডানহাতি পেসার সেলিম সাফিকে যোগ করা হয়েছে দলে। ২২ বছর বয়সী রাসুলি এই বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। সম্প্রতি আঙুলের ইনজুরি থেকে সেরে ওঠায় এবং শাপাগিজা ক্রিকেট লিগে চমৎকার পারফরম্যান্স করে দলে ঢুকলেন। ঘরোয়া প্রতিযোগিতায় মাত্র দুই ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু ওই দুটি ম্যাচে ১৯ বলে অপরাজিত ৪১ ও ৩০ বলে ৫১ রান করেন অ্যামো শার্কসের হয়ে।
বাংলাদেশের বিপক্ষে গত মার্চে সবশেষ টি-টোয়েন্টি খেলেন কাইস। টি-টোয়েন্টি খেলতে বিশ্ব চষে বেড়ানো এই লেগস্পিনার শাপাগিজায় কাবুল ঈগলসের হয়ে আট ম্যাচে ১৪ উইকেট নিয়ে শীর্ষ বোলার। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের টি২০ ব্লাস্টেও তা পা পড়েছে। আসন্ন আমিরাত টি-টোয়েন্টি লিগেও তাকে নিয়েছে গাল্ফ জায়ান্টস। আর ২০ বছর বয়সী সাফি প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ১১ উইকেট নিয়েছেন তিনি বুস্ট ডিফেন্ডার্সের হয়ে। আফসার, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইবকে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছে। এছাড়া দলে সবাই পরিচিত নাম। আসন্ন বিশ্বকাপে ২২ অক্টোবর গ্রুপ ১-এর ম্যাচে প্রথম মুখোমুখি হবে ইংল্যান্ডের। পার্থে এই ম্যাচটি খেলার চারদিন পর ২৬ অক্টোবর মেলবোর্নে তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ২৮ অক্টোবর একই ভেন্যুতে তারা খেলবে বাছাইপর্বের ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। ১ ও ৪ নভেম্বর ব্রিসবেন ও অ্যাডিলেডে তারা সুপার টুয়েলভের শেষ দুটি ম্যাচ খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আফগানিস্তানের স্কোয়াড : মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি, উসমান গনি।
রিজার্ভ: আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ, গুলবাদিন নাইব।
নবীর নেতৃত্বেই আফগানিস্তানের বিশ্বকাপ দল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ