মজনু মিয়া : ধানে গানের দেশ আমার এই বাংলাদেশ
উৎসবের আমোদের দেশ এই বাংলাদেশ।
নদী মাঠ ঘাট ফুল ফলের দেশ এই বাংলাদেশ
রূপ গুণ আর সৌন্দর্যের দেশ এই বাংলাদেশ।
গোলা ভরা ধান উঠে রাত ভরে গান হয়
আতœীয় স্বজন আসে উৎসব মুখর যায় সময়।
আবেগে আপ্লুত মন ভালোবাসায় ভরপুর
জানে মানুষ জানে বিশ্ববাসী সেই দূর সুদূর।
এখানে উৎসব হয় পিঠা পায়েস গান বাজনায়
এখানে মানুষ মানুষের ভালোবাসা রয় আরাধনায়।