ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

নবাগত নায়ককে সঙ্গে নিয়ে বুবলির আহ্বান

  • আপডেট সময় : ১০:২৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা সৈকত নাসিরের নতুন আকর্ষণ ‘তালাশ’। এই সিনেমায় জুটি বেঁধেছেন শবনম বুবলি ও নবাগত আদর আজাদ। সিনেমাটি আগামী ১৭ জুন সারা দেশে মুক্তি পাবে। সবাইকে পেক্ষাগৃহে গিয়ে এই সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন বুবলী ও আজাদ।
১৪ জুন রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সবাইকে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানিয়ে বুবলী বলেন, ‘অনেকদিন পর প্রিয় মানুষদের একসঙ্গে পেয়ে ভালো লাগছে। সৈকত নাসির ভাই খুব ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছেন। ‘তালাশ’র নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক লাভার তাদের জন্য এই সিনেমা।’
আদর আজাদকে নিয়ে এই নায়িকা বলেন, ‘আদর আজাদ খুব মন দিয়ে সিনেমাটিতে অভিনয় করেছেন। এরই মধ্যে তার অভিনীত সুমন চরিত্রটি দর্শকের কাছে পৌঁছে গেছে। পুরো সিনেমা দেখতে হলে প্রেক্ষাগৃহে আসতে হবে।’
অনুষ্ঠানে সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান মানিক, আসাদ জামান প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাগত নায়ককে সঙ্গে নিয়ে বুবলির আহ্বান

আপডেট সময় : ১০:২৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

বিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা সৈকত নাসিরের নতুন আকর্ষণ ‘তালাশ’। এই সিনেমায় জুটি বেঁধেছেন শবনম বুবলি ও নবাগত আদর আজাদ। সিনেমাটি আগামী ১৭ জুন সারা দেশে মুক্তি পাবে। সবাইকে পেক্ষাগৃহে গিয়ে এই সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন বুবলী ও আজাদ।
১৪ জুন রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সবাইকে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানিয়ে বুবলী বলেন, ‘অনেকদিন পর প্রিয় মানুষদের একসঙ্গে পেয়ে ভালো লাগছে। সৈকত নাসির ভাই খুব ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছেন। ‘তালাশ’র নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক লাভার তাদের জন্য এই সিনেমা।’
আদর আজাদকে নিয়ে এই নায়িকা বলেন, ‘আদর আজাদ খুব মন দিয়ে সিনেমাটিতে অভিনয় করেছেন। এরই মধ্যে তার অভিনীত সুমন চরিত্রটি দর্শকের কাছে পৌঁছে গেছে। পুরো সিনেমা দেখতে হলে প্রেক্ষাগৃহে আসতে হবে।’
অনুষ্ঠানে সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান মানিক, আসাদ জামান প্রমুখ।