ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

নবজাতক চুরি, নারীকে ১৪ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় মোছা. আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুর রহমান।

এছাড়াও জরিমানার অর্থ ভিকটিমের পরিবারকে প্রদান এবং আসামির বর্তমান বা ভবিষ্যতের সম্পদ থেকেও তা আদায়যোগ্য হবে বলে রায়ে উল্লেখ করেছে আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে প্রসব বেদনা অনুভব করায় স্ত্রীকে ভর্তি করেন মো. মাজেদ আলী। পরদিন সকালে সিজার অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। বিকেলে এক অজ্ঞাত নারী বোরখা পরে নবজাতককে কোলে নিয়ে আদর করার একপর্যায়ে শিশুটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আলোকদিয়া গ্রামের ছায়রন বেওয়ার বাড়ি থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে।

এরপর সলঙ্গা থানায় মামলা দায়ের করেন সন্তানের বাবা মো. মাজেদ আলী মামলার তদন্তে শিশু চুরির বিষয়টি নিশ্চিত হয় এবং ২০২১ সালের মার্চে মানবপাচার মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এসি/আপ্র/২০/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নবজাতক চুরি, নারীকে ১৪ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় মোছা. আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুর রহমান।

এছাড়াও জরিমানার অর্থ ভিকটিমের পরিবারকে প্রদান এবং আসামির বর্তমান বা ভবিষ্যতের সম্পদ থেকেও তা আদায়যোগ্য হবে বলে রায়ে উল্লেখ করেছে আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে প্রসব বেদনা অনুভব করায় স্ত্রীকে ভর্তি করেন মো. মাজেদ আলী। পরদিন সকালে সিজার অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। বিকেলে এক অজ্ঞাত নারী বোরখা পরে নবজাতককে কোলে নিয়ে আদর করার একপর্যায়ে শিশুটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আলোকদিয়া গ্রামের ছায়রন বেওয়ার বাড়ি থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে।

এরপর সলঙ্গা থানায় মামলা দায়ের করেন সন্তানের বাবা মো. মাজেদ আলী মামলার তদন্তে শিশু চুরির বিষয়টি নিশ্চিত হয় এবং ২০২১ সালের মার্চে মানবপাচার মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এসি/আপ্র/২০/১০/২০২৫