নরসিংদী : নরসিংদীর বেলাবোতে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে আড়িয়াল খাঁ নদীর বীরাকান্দা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো- বীরাকান্দা গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার (৮), একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৭) ও মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা (১০)। স্থানীয়রা জানান, কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায় তিন শিশু। রাত ১১টার দিকে পাশের আড়িয়াল খাঁ নদে একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে একে একে তিনজনের মরদেহ ভেসে উঠে। পুলিশের সহায়তায় তিন শিশুর মরদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।