ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

নদীর প্রতি কৃতজ্ঞতায় থাইল্যান্ডে উৎসব

  • আপডেট সময় : ১২:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : নদীর উপকারিতা উপেক্ষা করা যায় না। তাই নদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে প্রতিবছর উৎসবের আয়োজন হয় থাইল্যান্ডে। স্থানীয়ভাবে এ উৎসবকে বলা হয় লয় ক্রাথং উৎসব।
থাইল্যান্ডে বর্ষার পর প্রতি বছর এ উৎসব পালন করেন বাসিন্দারা। উৎসব শুরু হয় সন্ধ্যার আকাশে আতশবাজি দিয়ে। তারপর নদীর কাছে চলে যান সবাই। ক্রাথং, অর্থাৎ গাছের পাতা দিয়ে তৈরি করা বাক্সে মোম জ্বালানো হয়। সেই পাতার ভেলা নদীতে ভাসানোর মাধ্যমে শুরু হয় উৎসবের আমেজ। লয় ক্রাথং উৎসবে যে কোনো বয়সের যে কেউ অংশ নিতে পারেন। অনেক বাবা-মা সন্তানদেরও সঙ্গে নেন এই উৎসব পালন করতে গিয়ে।
নদীমাতৃক প্রায় সব দেশেই কাগজের নৌকো ভাসানোর প্রচলন রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে। বড়রাও এতে যুক্ত হয়ে আরও রাঙিয়ে তোলেন উৎসবকে। লয় ক্রাথং উৎসবের মাধ্যমে থাইল্যান্ডের মানুষ নদীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ফসল তোলার মৌসুম শেষের আনন্দও উদযাপন করেন। কিন্তু উৎসব শেষ হতে না হতেই ব্যবহৃত ফুল ও পাতার বর্জ্যে ভরে যায় নদীর চারপাশ। আবারও পানি পরিষ্কারে নেমে যান সংশ্লিষ্টরা। সমালোচকরা বলছেন, উৎসব পালন করতে গিয়ে আবার নদীর পানিকেই দূষিত করা হচ্ছে। সূত্র: ডয়েচে ভেলে, এবিসি নিউজ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নদীর প্রতি কৃতজ্ঞতায় থাইল্যান্ডে উৎসব

আপডেট সময় : ১২:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : নদীর উপকারিতা উপেক্ষা করা যায় না। তাই নদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে প্রতিবছর উৎসবের আয়োজন হয় থাইল্যান্ডে। স্থানীয়ভাবে এ উৎসবকে বলা হয় লয় ক্রাথং উৎসব।
থাইল্যান্ডে বর্ষার পর প্রতি বছর এ উৎসব পালন করেন বাসিন্দারা। উৎসব শুরু হয় সন্ধ্যার আকাশে আতশবাজি দিয়ে। তারপর নদীর কাছে চলে যান সবাই। ক্রাথং, অর্থাৎ গাছের পাতা দিয়ে তৈরি করা বাক্সে মোম জ্বালানো হয়। সেই পাতার ভেলা নদীতে ভাসানোর মাধ্যমে শুরু হয় উৎসবের আমেজ। লয় ক্রাথং উৎসবে যে কোনো বয়সের যে কেউ অংশ নিতে পারেন। অনেক বাবা-মা সন্তানদেরও সঙ্গে নেন এই উৎসব পালন করতে গিয়ে।
নদীমাতৃক প্রায় সব দেশেই কাগজের নৌকো ভাসানোর প্রচলন রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে। বড়রাও এতে যুক্ত হয়ে আরও রাঙিয়ে তোলেন উৎসবকে। লয় ক্রাথং উৎসবের মাধ্যমে থাইল্যান্ডের মানুষ নদীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ফসল তোলার মৌসুম শেষের আনন্দও উদযাপন করেন। কিন্তু উৎসব শেষ হতে না হতেই ব্যবহৃত ফুল ও পাতার বর্জ্যে ভরে যায় নদীর চারপাশ। আবারও পানি পরিষ্কারে নেমে যান সংশ্লিষ্টরা। সমালোচকরা বলছেন, উৎসব পালন করতে গিয়ে আবার নদীর পানিকেই দূষিত করা হচ্ছে। সূত্র: ডয়েচে ভেলে, এবিসি নিউজ