নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ জেলা সদরের সৈয়দপুরে আল-আমিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। এর আগে সোমবার (১১ মার্চ) এলাকাবাসীর দেওয়া খবরে মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করে নৌ পুলিশ। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০ হবে বলে জানানো হয়। ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না অন্য কিছু এখনই বলা যাচ্ছে না। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।