ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

নতুন সুপার লিগ শুরু করতে যাচ্ছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন

  • আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ১০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আকর্ষণীয় সুপার লিগ চালু করতে যাচ্ছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এর মাধ্যমে এই অঞ্চলের আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ক্লাবগুলো কিছুটা হলেও লাভবান বলে সিএএফ আশাবাদ ব্যক্ত করেছে। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই লিগ অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার অনুমতিও মিলেছে। প্রথমবারের মত আফ্রিকান কনফেডারেশন আয়োজিত এই টুর্ণামেন্টে ২৪টি দল অংশ নিবে। তবে কোন কোন ক্লাব এই সুপার লিগে অংশ নিতে পারবে সে ব্যপারে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। সিএইফ সভাপতি প্যাট্রিস মোটসেপে নতুন লিগ প্রসঙ্গে ঘোষনা দিয়েছেন। তবে এটি সিএএফ’র নিয়মিত আয়োজন চ্যাম্পিয়ন্স লিগ ও দ্বিতীয় টায়ারের কনফেডারেশনের কাপের পরিবর্তিত কোন টুর্নামেন্ট কিনা সে সম্পর্কে কিছু বলেননি মোটসেপে। উত্তর তানজানিয়ান শহর আরুশায় নতুন এই সুপার লিগ প্রসঙ্গে ঘোষনা দিতে গিয়ে মোটসেপে বলেছেন, ‘আফ্রিকান সুপার লিগ এই অঞ্চলের ফুটবলের উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্ণামেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। আফ্রিকায় অন্যতম বড় সমস্যা হচ্ছে অর্থ। আফ্রিকান ফুটবলের ইতিহাসে এই সুপার লিগ রেকর্ড হয়ে থাকবে। এই টুর্নামেন্টের লক্ষ্য একেবারেই স্পষ্ট। এর মাধ্যমে আমরা আফ্রিকার ক্লাবগুলোকে বিশ্বমানে উপনীত করতে চাই যাতে করে তারা বিশ্বের বড় ক্লাবগুলোর সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে। আমাদের ইচ্ছা আছে প্রাইজ মানি হিসেবে ১০০ মিলিয়ন ডলার দেয়া। এর ফলে ক্লাবগুলো আর্থিকভাবেও লাভবান হবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন সুপার লিগ শুরু করতে যাচ্ছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন

আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : ১০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আকর্ষণীয় সুপার লিগ চালু করতে যাচ্ছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এর মাধ্যমে এই অঞ্চলের আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ক্লাবগুলো কিছুটা হলেও লাভবান বলে সিএএফ আশাবাদ ব্যক্ত করেছে। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই লিগ অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার অনুমতিও মিলেছে। প্রথমবারের মত আফ্রিকান কনফেডারেশন আয়োজিত এই টুর্ণামেন্টে ২৪টি দল অংশ নিবে। তবে কোন কোন ক্লাব এই সুপার লিগে অংশ নিতে পারবে সে ব্যপারে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। সিএইফ সভাপতি প্যাট্রিস মোটসেপে নতুন লিগ প্রসঙ্গে ঘোষনা দিয়েছেন। তবে এটি সিএএফ’র নিয়মিত আয়োজন চ্যাম্পিয়ন্স লিগ ও দ্বিতীয় টায়ারের কনফেডারেশনের কাপের পরিবর্তিত কোন টুর্নামেন্ট কিনা সে সম্পর্কে কিছু বলেননি মোটসেপে। উত্তর তানজানিয়ান শহর আরুশায় নতুন এই সুপার লিগ প্রসঙ্গে ঘোষনা দিতে গিয়ে মোটসেপে বলেছেন, ‘আফ্রিকান সুপার লিগ এই অঞ্চলের ফুটবলের উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্ণামেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। আফ্রিকায় অন্যতম বড় সমস্যা হচ্ছে অর্থ। আফ্রিকান ফুটবলের ইতিহাসে এই সুপার লিগ রেকর্ড হয়ে থাকবে। এই টুর্নামেন্টের লক্ষ্য একেবারেই স্পষ্ট। এর মাধ্যমে আমরা আফ্রিকার ক্লাবগুলোকে বিশ্বমানে উপনীত করতে চাই যাতে করে তারা বিশ্বের বড় ক্লাবগুলোর সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে। আমাদের ইচ্ছা আছে প্রাইজ মানি হিসেবে ১০০ মিলিয়ন ডলার দেয়া। এর ফলে ক্লাবগুলো আর্থিকভাবেও লাভবান হবে।’