বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি গেলো বছরে মুক্তি পেয়েছে। নুরুল আলম আতিকের সেই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার জানালেন নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন। ছবিটির নাম ঠিক না হলেও এর নাম ভূমিকায় অভিনয় করবেন জ্যোতি। সিনেমার নাম বা গল্প বলতে নারাজ এ অভিনেত্রী। তিনি জানান, আপাতত চলচ্চিত্রটির নাম বলা বারণ, সব ঠিকঠাক থাকলে এটি হবে আমার ১২তম চলচ্চিত্র। আমার বাকি সব চলচ্চিত্রের মতো এটিও আপনাদের পছন্দ ও প্রশংসার দাবিদার হবে বলেই আমার বিশ্বাস। শিগগিরই বিস্তারিত জানাব। ২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ সিনেমাতে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।
পরে জ্যোতি অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেক আপ’। এদিকে বর্তমান তার হাতে রয়েছে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামে আরও একটি চলচ্চিত্র।
নতুন সিনেমার খবর দিলেন জ্যোতিকা জ্যোতি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























