বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নতুন খবর নিয়ে হাজির হলেন তার ভক্ত-অনুরাগীদের সামনে। ‘আগুনেরথপাখি’ নামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি নির্মাণ করবেন পরিচালনা আউয়াল চৌধুরী। জাগো নিউজ বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি জানান, পরিচালন আউয়াল চৌধুরী একটা উপন্যাস থেকে ‘আগুনের পাখি’ সিনেমাটি নির্মাণ করছেন। তিনি আরও বলেন, শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি। শুটিং হবে ময়মনসিংহ ও ঢাকায়। এর আগেই শুটিং করব অন্য একটি নতুন সিনেমার। এখনি বলতে চাইছি খুব শিগগির সেই বিষয়ে বলব। এদিকে জ্যোতিকা জ্যোতি অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল জুটি’ ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র একাধিক বিভাগ পুরস্কার পেয়েছে।