ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

নতুন লুকে রাজ চমক, সঙ্গে বুবলী

  • আপডেট সময় : ১২:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : রাজ মানেই হিট, এমন একটি পরিস্থিতি তৈরি করে ফেলেছেন পরাণ-হাওয়া-দামাল-শরিফুল! তবে তারও আগে থেকে তিনি যেটা চেষ্টা করে চলেছেন, সেটি হলো লুক। সম্ভবত সালমান শাহ-এর পর ঢালিউডে নিজের লুক নিয়ে এতোটা সচেতন আর কোনও সফল নায়ককে পাওয়া যায়নি। এ পর্যন্ত প্রতিটি ছবিতেই আলাদা লুকে হাজির হয়েছেন শরিফুল রাজ। তারই নতুন সংযোগ ঘটছে ফের। রবিবার (১১ ডিসেম্বর) মিললো রাজের নতুন লুক। যদিও লুকটিকে এখনই প্রকাশের জন্য তৈরি ছিলেন না নায়ক। শুটিং চলতি মিশুক মনিরের ‘দেয়ালের দেশ’ সিনেমার সেট থেকে ছবি ও ভিডিও ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, কোঁকড়ানো ছোট চুল আর গোঁফে অনেকটাই ব্যতিক্রম অবয়ব। সঙ্গে মিলেছে বুবলীকেও। তবে নায়িকার লুক যথারীতি, একই ও মিষ্টি। রাজের নতুন লুকের কারণে রবিবার দুপুর থেকে ছবিগুলো ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। আর প্রশংসার ঢেউ আছড়ে পড়ছে শরিফুলের পক্ষ-কূলে। এতে প্রথমবার জুটি বেঁধেছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। চলতি বছরের মার্চে চুপিসারে প্রথম লটের শুটিং হয়। ৫ ডিসেম্বর থেকে চলছে শেষ লটের কাজ।
লুক ফাঁস প্রসঙ্গে নির্মাতা মিশুক মনির বলেন, ‘সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি আবার টিকটকে আপলোড করেছে। সেখান থেকে স্ক্রিনশট হয়ে লুকগুলো ছড়িয়েছে। এটা দুঃখজনক ঘটনা। যে করেছে, খারাপ করেছে। আমাদের কিছু শুটিং এখনও বাকি আছে। শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করবো।’ লুক ফাঁস প্রসঙ্গে রাজ কোনও মন্তব্য না করলেও ‘দেয়ালের দেশ’ প্রসঙ্গে পাত্র-পাত্রী দুজনে আগেই গণমাধ্যমে জানিয়েছেন, ছবির গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো। ‘দেয়ালের দেশ’ সরকারি অনুদান পেয়ে নির্মিত হচ্ছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব সন্ত্রাস থামছে না, আক্রান্ত ব্যক্তিই হচ্ছেন আসামি

নতুন লুকে রাজ চমক, সঙ্গে বুবলী

আপডেট সময় : ১২:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : রাজ মানেই হিট, এমন একটি পরিস্থিতি তৈরি করে ফেলেছেন পরাণ-হাওয়া-দামাল-শরিফুল! তবে তারও আগে থেকে তিনি যেটা চেষ্টা করে চলেছেন, সেটি হলো লুক। সম্ভবত সালমান শাহ-এর পর ঢালিউডে নিজের লুক নিয়ে এতোটা সচেতন আর কোনও সফল নায়ককে পাওয়া যায়নি। এ পর্যন্ত প্রতিটি ছবিতেই আলাদা লুকে হাজির হয়েছেন শরিফুল রাজ। তারই নতুন সংযোগ ঘটছে ফের। রবিবার (১১ ডিসেম্বর) মিললো রাজের নতুন লুক। যদিও লুকটিকে এখনই প্রকাশের জন্য তৈরি ছিলেন না নায়ক। শুটিং চলতি মিশুক মনিরের ‘দেয়ালের দেশ’ সিনেমার সেট থেকে ছবি ও ভিডিও ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, কোঁকড়ানো ছোট চুল আর গোঁফে অনেকটাই ব্যতিক্রম অবয়ব। সঙ্গে মিলেছে বুবলীকেও। তবে নায়িকার লুক যথারীতি, একই ও মিষ্টি। রাজের নতুন লুকের কারণে রবিবার দুপুর থেকে ছবিগুলো ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। আর প্রশংসার ঢেউ আছড়ে পড়ছে শরিফুলের পক্ষ-কূলে। এতে প্রথমবার জুটি বেঁধেছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। চলতি বছরের মার্চে চুপিসারে প্রথম লটের শুটিং হয়। ৫ ডিসেম্বর থেকে চলছে শেষ লটের কাজ।
লুক ফাঁস প্রসঙ্গে নির্মাতা মিশুক মনির বলেন, ‘সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি আবার টিকটকে আপলোড করেছে। সেখান থেকে স্ক্রিনশট হয়ে লুকগুলো ছড়িয়েছে। এটা দুঃখজনক ঘটনা। যে করেছে, খারাপ করেছে। আমাদের কিছু শুটিং এখনও বাকি আছে। শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করবো।’ লুক ফাঁস প্রসঙ্গে রাজ কোনও মন্তব্য না করলেও ‘দেয়ালের দেশ’ প্রসঙ্গে পাত্র-পাত্রী দুজনে আগেই গণমাধ্যমে জানিয়েছেন, ছবির গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো। ‘দেয়ালের দেশ’ সরকারি অনুদান পেয়ে নির্মিত হচ্ছে।