প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে মোবাইল জগতে এক সময় নোকিয়ার ছিল একচ্ছত্র সাম্রাজ্য। এমন বাস্তবতায় নোকিয়া মোবাইল ফোনের বাজারে স্বমহিমায় ফিরে আসা শুরু করলো। এইচএমডির গুগলের সাথে একটি অংশীদারিত্ব রয়েছে এবং তারা তাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে, যেখানে এইচএমডির ফিচার ফোনগুলো সিরিজ +৩০ প্ল্যাটফর্ম ব্যবহার করে। এইচএমডির সদর দফতর ফিনল্যান্ডে এবং এটি মূলত প্রাক্তন নকিয়া এক্সিকিউটিভদের দ্বারা পরিচালিত। এইচএমডি গ্লোবাল অধীনস্ত নোকিয়া পুনরায় ফিচার ফোনের বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য নতুন করে এগিয়ে এসেছে।
গত বছর জুলাইয়ে লঞ্চ হয়েছিল। এটি আসলে ২০০৭ সালে মুক্তি পাওয়া ঘড়শরধ ২৬৬০ এর নতুন অবতার, যার নামের শেষে ‘ঋষরঢ়’ কথাটি যুক্ত হয়েছে। হ্যান্ডসেটটি প্রাথমিকভাবে ব্ল্যাক, ব্লু, ও রেড কালার অপশনে রিলিজ হলেও, এক অস্ট্রিয়ান রিটেলার সাইটে ঘড়শরধ ২৬৬০ ঋষরঢ় এর আরও দুটি নতুন রঙ যোগ করেছে। ফ্লিপ ফোনটি এখন গ্রীন এবং পিঙ্ক কালার অপশনেও মিলবে। রঙ ছাড়া ঘড়শরধ ২৬৬০ ঋষরঢ়-এর নতুন কিলার ভ্যারিয়েন্টের সমস্ত বৈশিষ্ট্য আগের মডেলের মতোই। নোকিয়া ২৬৬০ ফ্লিপ হল প্রথম নোকিয়া ফ্লিপ ফোন যা কাইওএস (কধরঙঝ)-এ চলে না। এই ফিচার ফোনটিতে অবিশ্বাস্যভাবে ডুয়েল ডিসপ্লে রয়েছে, যার মধ্যে একটি হল ২.৮ ইঞ্চির প্রাইমারি স্ক্রিন এবং অপরটি হল ১.৭৭ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে। ২৬৬০ ফ্লিপ ইউনিসক টি১০৭ প্রসেসর দ্বারা চালিত এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ সমর্থন করে। এছাড়াও, ঘড়শরধ ২৬৬০ ঋষরঢ় এমপি৩ প্লেয়ার, এফএম রেডিও এবং ব্লুটুথ ৪.২ সংযোগ সাপোর্ট করে।
ক্যামেরার ক্ষেত্রে, নোকিয়া ২৬৬০ ফ্লিপ-এ এলইডি ফ্ল্যাশসহ একটি ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফ্লিপ ফোনটি ১,৪৫০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে এবং এটিকে মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। সেইসাথে এতে সর্বাধিক পাঁচটি কনট্যাক্টে দ্রুত কল করার জন্য একটি ইমারজেন্সি বাটন রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ঘড়শরধ ২৬৬০ ঋষরঢ়-এর নতুন কালার ভ্যারিয়েন্টের ক্ষেত্রে, গ্রীন কালারে মডেলটিতে সোনালি রঙের ডি-প্যাড এবং ক্যামেরা আইল্যান্ড রয়েছে। ফোনের কীপ্যাড বডির সবুজ রঙের চেয়ে গাঢ়। অন্যদিকে, ২৬৬০ ঋষরঢ়-এর পিঙ্ক মডেলে একটি গাঢ় গোলাপী কীপ্যাড এবং ডি-প্যাডের গোলাপী রঙের ফিনিশ দেখতে পাওয়া যায়। বর্তমানে ওই অস্ট্রিয়ান রিটেলার ডেটাবেসে উভয় কালার অপশনের বেশ কয়েকটি ছবি উপলব্ধ রয়েছে। ঘড়শরধ ২৬৬০ ঋষরঢ়-এর নতুন কালার ভ্যারিয়েন্টগুলো মাত্র ৭০০০ টাকায় পাবেন।