নিজস্ব প্রতিবেদক :নাম পরিবর্তিত হচ্ছে আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্সের। ১৯৯৯ সালে যাত্রা শুরুর প্রায় ২২ বছর পর নতুন নাম ‘বাংলাদেশ ফাইন্যান্স’ হিসেবে পথচলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিডি ফাইন্যান্স নাম বদলে ‘বাংলাদেশ ফাইন্যান্স’ রূপে আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদ। ব্যবসায়িক প্রতিষ্ঠান আনোয়ার গ্রুপের হাত ধরে, ভিন্ন ভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও শেয়ারহোল্ডারদের সমন্বয়ে ২২ বছরের পথযাত্রায় বর্তমানে দেশজুড়ে ৭টি ব্র্যাঞ্চের মাধ্যমে অর্থনৈতিক সেবা দিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটির দুটি সাবসিডিয়ারি কোম্পানিসহ ৩০০-এর অধিক কর্মী রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন, আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফাইন্যান্সের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ অনেকে।
বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম তার বক্তব্যে বলেন, গত দুই দশক ধরে দেশে উদ্যোক্তা তৈরিতে বিডি ফাইন্যান্সের অবদান অনস্বীকার্য। ক্যাপিটাল মার্কেটে শেয়ারহোল্ডারদের স্বার্থরক্ষায় নতুন নামে বাংলাদেশ ফাইন্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। দেশ-বিদেশ থেকে বিনিয়োগ আনয়ন, তরুণ সমাজকে নিজের পায়ে দাঁড়ানোতে উদ্বুদ্ধ করা, দেশের আর্থিক অবকাঠামোগত উন্নয়নসহ আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
নতুন রূপে ‘বাংলাদেশ ফাইন্যান্স’র যাত্রা শুরু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ