ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

নতুন রূপে আসছেন শিবলু

  • আপডেট সময় : ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: ‘হাওয়া’ সিনেমায় ‘সাদা সাদা কালা কালা’ ও ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন এরফান মৃধা শিবলু। অভিনেতা হিসেবেও তিনি দর্শকপ্রিয়। গত ঈদুল ফিতরে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। তিনটিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন এই গায়ক ও অভিনেতা। ‘জংলি’ নামে নতুন সিনেমায় অভিনয় করছেন শিবলু। সম্প্রতি সিনেমাটি শুটিং শেষ করছেন তিনি। জানা গেছে, এই সিনেমায় তাকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়। এ প্রসঙ্গে শিবলু বলেন, ‘এ ধরনের চরিত্রে প্রথম কাজ হলেও সহশিল্পী, পরিচালক—সবাই দারুণভাবে আমাকে সহযোগিতা করেছেন। দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন’। জানা গেছে, সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে চলেছে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এম রাহিম পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সিয়াম আহমেদ, বুবলী, রাশেদ মামুন অপু প্রমুখ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন রূপে আসছেন শিবলু

আপডেট সময় : ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

বিনোদন প্রতিবেদক: ‘হাওয়া’ সিনেমায় ‘সাদা সাদা কালা কালা’ ও ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন এরফান মৃধা শিবলু। অভিনেতা হিসেবেও তিনি দর্শকপ্রিয়। গত ঈদুল ফিতরে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। তিনটিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন এই গায়ক ও অভিনেতা। ‘জংলি’ নামে নতুন সিনেমায় অভিনয় করছেন শিবলু। সম্প্রতি সিনেমাটি শুটিং শেষ করছেন তিনি। জানা গেছে, এই সিনেমায় তাকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়। এ প্রসঙ্গে শিবলু বলেন, ‘এ ধরনের চরিত্রে প্রথম কাজ হলেও সহশিল্পী, পরিচালক—সবাই দারুণভাবে আমাকে সহযোগিতা করেছেন। দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন’। জানা গেছে, সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে চলেছে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এম রাহিম পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সিয়াম আহমেদ, বুবলী, রাশেদ মামুন অপু প্রমুখ।