ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

নতুন মেশিনে কাজ করতে চায় ৭৩% পোশাক শ্রমিক

  • আপডেট সময় : ০১:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক : তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ৭৩ শতাংশই নতুন বা স্বয়ংক্রিয় মেশিনে কাজ করতে চায়। তাঁরা মনে করেন, এ ধরনের মেশিনে কাজ করা সহজ। পরিমাণে উৎপাদনও বেশি করা যায়। উৎপাদিত পণ্যও মানসম্পন্ন হয়। ২৭ শতাংশ শ্রমিক নতুন মেশিনে কাজ করার বিপক্ষে। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা মাইক্রো ফিন্যান্স অপরচুনিটির (এমএফও) সহায়তায় ‘গার্মেন্ট ওয়ার্কার ডায়েরি’ কর্মসূচির অধীনে জরিপ পরিচালনা করা হয়। ঢাকা শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম শিল্প এলাকার কারখানার শ্রমিকদের ওপর জরিপ পরিচালনা করা হয়। দৈবচয়নের ভিত্তিতে বাছাই করা ১ হাজার ৩০০ শ্রমিককে জরিপের আওতায় নেওয়া হয়। গত জুন পর্যন্ত এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। গতকাল সানেমের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।জরিপে অংশ নেওয়া শ্রমিকদের ৬৬ শতাংশ শ্রমিক বলেছে, কোটা বাড়ানোর পরও নতুন মেশিনের কারণে লক্ষ্যমাত্রা পূরণে আগের চেয়ে সময় কম লাগছে। ২৯ শতাংশের মতে, কোটার লক্ষ্যমাত্রা পূরণে আগের মতোই সময় লাগছে। ৫ শতাংশের মতে, আগের চেয়ে বেশি সময় লাগছে। এমনকি তারা লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারছে না।৩৫ শতাংশ শ্রমিক মনে করে, নতুন মেশিনের কারণে তাদের কাজ আগের চেয়ে সহজ হয়েছে। ১৮ শতাংশ মনে করে, এতে উৎপাদনও মানসম্পন্ন হয়েছে। ৮ শতাংশ মনে করে, নতুন মেশিন তাদের অভিজ্ঞতা দিয়েছে এবং শেখার ক্ষেত্র তৈরি করেছে। ৮৫ শতাংশই জানিয়েছে নতুন মেশিন আসার পর তাদের কাজের নির্ধারিত কোটা বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের ৭১ শতাংশ বলেছে, কাজের চাপ এবং উৎপাদন বাড়লেও তাদের মজুরিতে কোনো পরিবর্তন আসেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মেশিনে কাজ করতে চায় ৭৩% পোশাক শ্রমিক

আপডেট সময় : ০১:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

অর্থনৈতিক ডেস্ক : তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ৭৩ শতাংশই নতুন বা স্বয়ংক্রিয় মেশিনে কাজ করতে চায়। তাঁরা মনে করেন, এ ধরনের মেশিনে কাজ করা সহজ। পরিমাণে উৎপাদনও বেশি করা যায়। উৎপাদিত পণ্যও মানসম্পন্ন হয়। ২৭ শতাংশ শ্রমিক নতুন মেশিনে কাজ করার বিপক্ষে। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা মাইক্রো ফিন্যান্স অপরচুনিটির (এমএফও) সহায়তায় ‘গার্মেন্ট ওয়ার্কার ডায়েরি’ কর্মসূচির অধীনে জরিপ পরিচালনা করা হয়। ঢাকা শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম শিল্প এলাকার কারখানার শ্রমিকদের ওপর জরিপ পরিচালনা করা হয়। দৈবচয়নের ভিত্তিতে বাছাই করা ১ হাজার ৩০০ শ্রমিককে জরিপের আওতায় নেওয়া হয়। গত জুন পর্যন্ত এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। গতকাল সানেমের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।জরিপে অংশ নেওয়া শ্রমিকদের ৬৬ শতাংশ শ্রমিক বলেছে, কোটা বাড়ানোর পরও নতুন মেশিনের কারণে লক্ষ্যমাত্রা পূরণে আগের চেয়ে সময় কম লাগছে। ২৯ শতাংশের মতে, কোটার লক্ষ্যমাত্রা পূরণে আগের মতোই সময় লাগছে। ৫ শতাংশের মতে, আগের চেয়ে বেশি সময় লাগছে। এমনকি তারা লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারছে না।৩৫ শতাংশ শ্রমিক মনে করে, নতুন মেশিনের কারণে তাদের কাজ আগের চেয়ে সহজ হয়েছে। ১৮ শতাংশ মনে করে, এতে উৎপাদনও মানসম্পন্ন হয়েছে। ৮ শতাংশ মনে করে, নতুন মেশিন তাদের অভিজ্ঞতা দিয়েছে এবং শেখার ক্ষেত্র তৈরি করেছে। ৮৫ শতাংশই জানিয়েছে নতুন মেশিন আসার পর তাদের কাজের নির্ধারিত কোটা বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের ৭১ শতাংশ বলেছে, কাজের চাপ এবং উৎপাদন বাড়লেও তাদের মজুরিতে কোনো পরিবর্তন আসেনি।