ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

নতুন মুখের ছড়াছড়ি দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে

  • আপডেট সময় : ১১:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সব গুঞ্জনকে ভুল প্রমাণ করে জাতীয় দলের বাইরেই রয়ে গেছেন এবি ডি ভিলিয়ার্স। তার দলে ফেরার সম্ভাবনাও নেই বলে জানিয়েছে প্রোটিয়ারা।
টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া অলরাউন্ডার প্রেনেলান সাব্রায়েন ও সম্প্রতি টি-টোয়েন্টি দিয়ে অভিষিক্ত পেসার লিজাড উইলিয়ামস।
এছাড়া দলে অনভিষিক্ত খেলোয়াড় রয়েছেন আরও চারজন। তারা হলেন কিগান পিটারসেন, সারেল এরউই, মার্কো ইয়ানসেন ও কাইল ভেরেইনা। অর্থাৎ ছয় অনভিষিক্তকে নিয়ে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হতে যাচ্ছে ডিন এলগারের। আগামী ১০ জুন শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ১৮ জুন।
এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টি ২৭ জুন। পরের চারটি ২৮ ও ৩০ জুন এবং ২ ও ৪ জুলাই।
পরে আয়ারল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। দুই দলের মাঠের লড়াই শুরু আগামী ১১ জুলাই, ওয়ানডে দিয়ে।
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, সারেল এরউই, বিউরান হেনডরিকস, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, এনরিচ নর্টজে, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা, তাবরাইজ শামসি, লিজাড উইলিয়ামস, প্রেনেলান সাব্রায়েন ও মার্কো ইয়ানসেন।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ও টি-টোয়েন্টি দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেরিখ ক্লাসেন, জর্জ লিন্ডা, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, জানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন মুখের ছড়াছড়ি দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে

আপডেট সময় : ১১:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সব গুঞ্জনকে ভুল প্রমাণ করে জাতীয় দলের বাইরেই রয়ে গেছেন এবি ডি ভিলিয়ার্স। তার দলে ফেরার সম্ভাবনাও নেই বলে জানিয়েছে প্রোটিয়ারা।
টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া অলরাউন্ডার প্রেনেলান সাব্রায়েন ও সম্প্রতি টি-টোয়েন্টি দিয়ে অভিষিক্ত পেসার লিজাড উইলিয়ামস।
এছাড়া দলে অনভিষিক্ত খেলোয়াড় রয়েছেন আরও চারজন। তারা হলেন কিগান পিটারসেন, সারেল এরউই, মার্কো ইয়ানসেন ও কাইল ভেরেইনা। অর্থাৎ ছয় অনভিষিক্তকে নিয়ে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হতে যাচ্ছে ডিন এলগারের। আগামী ১০ জুন শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ১৮ জুন।
এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টি ২৭ জুন। পরের চারটি ২৮ ও ৩০ জুন এবং ২ ও ৪ জুলাই।
পরে আয়ারল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। দুই দলের মাঠের লড়াই শুরু আগামী ১১ জুলাই, ওয়ানডে দিয়ে।
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, সারেল এরউই, বিউরান হেনডরিকস, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, এনরিচ নর্টজে, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা, তাবরাইজ শামসি, লিজাড উইলিয়ামস, প্রেনেলান সাব্রায়েন ও মার্কো ইয়ানসেন।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ও টি-টোয়েন্টি দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেরিখ ক্লাসেন, জর্জ লিন্ডা, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, জানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।