ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

নতুন মাইলফলকের অপেক্ষায় আলিয়া

  • আপডেট সময় : ০৬:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট। এটি তার ক্যারিয়ারের এক নতুন মাইলফলক। বিখ্যাত সৌন্দর্য্য ব্র্যান্ড ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়া এবার রেড কার্পেটে হাঁটবেন। তার সঙ্গে থাকবেন ১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড এবং অভিজ্ঞ কান-অংশগ্রহণকারী বলিউড তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। কানের অভিষেক নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আলিয়া ভাট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, “প্রথম যেকোনো কিছুর মধ্যেই এক বিশেষ অনুভূতি থাকে — আর এই বছর কান চলচ্চিত্র উৎসবে আমার অভিষেক নিয়ে আমি রোমাঞ্চিত। সিনেমা ও আত্মপ্রকাশের এই আইকনিক উৎসবে ল’রিয়েল প্যারিস-এর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের।” সৌন্দর্য নিয়ে আলিয়ার দৃষ্টিভঙ্গি কী, এ নিয়ে তারকা অভিনেত্রীর মতে- সৌন্দর্য মানে নিজস্বতা, আত্মবিশ্বাস ও আত্ম-মর্যাদা। আলিয়া বলেন, “সৌন্দর্য সীমাবদ্ধ নয়, এটি অনন্য। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা প্রতিটি নারীর যাত্রাকে উদযাপন করে এবং তাদের নিজ আলোয় উদ্ভাসিত হওয়ার অনুপ্রেরণা দেয়।”

এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে বেশকিছু বড় আয়োজনের সিনেমা। তারমধ্যে রয়েছে আলফা, এটি চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে ‘লাভ এন্ড ওয়ার’; সিনেমায় তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এছাড়াও অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তেও থাকছেন আলিয়া। বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট তাঁর অভিনয় দক্ষতা, সৌন্দর্যবোধ এবং স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

ছোটবেলাতেই চলচ্চিত্রে পা রাখা আলিয়া ভাট নিজেকে প্রমাণ করেছেন একাধিক জেনার ও চ্যালেঞ্জিং চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে। ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে তার অভিষেক সেই আন্তর্জাতিক স্বীকৃতিরই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন অনেকে। ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেটে তার উপস্থিতি শুধু গ্ল্যামারের পরিচায়ক নয়, বরং একজন ভারতীয় নারীর আত্মবিশ্বাস ও সৃষ্টিশীলতার প্রতিনিধিত্ব।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন মাইলফলকের অপেক্ষায় আলিয়া

আপডেট সময় : ০৬:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট। এটি তার ক্যারিয়ারের এক নতুন মাইলফলক। বিখ্যাত সৌন্দর্য্য ব্র্যান্ড ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়া এবার রেড কার্পেটে হাঁটবেন। তার সঙ্গে থাকবেন ১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড এবং অভিজ্ঞ কান-অংশগ্রহণকারী বলিউড তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। কানের অভিষেক নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আলিয়া ভাট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, “প্রথম যেকোনো কিছুর মধ্যেই এক বিশেষ অনুভূতি থাকে — আর এই বছর কান চলচ্চিত্র উৎসবে আমার অভিষেক নিয়ে আমি রোমাঞ্চিত। সিনেমা ও আত্মপ্রকাশের এই আইকনিক উৎসবে ল’রিয়েল প্যারিস-এর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের।” সৌন্দর্য নিয়ে আলিয়ার দৃষ্টিভঙ্গি কী, এ নিয়ে তারকা অভিনেত্রীর মতে- সৌন্দর্য মানে নিজস্বতা, আত্মবিশ্বাস ও আত্ম-মর্যাদা। আলিয়া বলেন, “সৌন্দর্য সীমাবদ্ধ নয়, এটি অনন্য। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা প্রতিটি নারীর যাত্রাকে উদযাপন করে এবং তাদের নিজ আলোয় উদ্ভাসিত হওয়ার অনুপ্রেরণা দেয়।”

এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে বেশকিছু বড় আয়োজনের সিনেমা। তারমধ্যে রয়েছে আলফা, এটি চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে ‘লাভ এন্ড ওয়ার’; সিনেমায় তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এছাড়াও অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তেও থাকছেন আলিয়া। বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট তাঁর অভিনয় দক্ষতা, সৌন্দর্যবোধ এবং স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

ছোটবেলাতেই চলচ্চিত্রে পা রাখা আলিয়া ভাট নিজেকে প্রমাণ করেছেন একাধিক জেনার ও চ্যালেঞ্জিং চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে। ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে তার অভিষেক সেই আন্তর্জাতিক স্বীকৃতিরই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন অনেকে। ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেটে তার উপস্থিতি শুধু গ্ল্যামারের পরিচায়ক নয়, বরং একজন ভারতীয় নারীর আত্মবিশ্বাস ও সৃষ্টিশীলতার প্রতিনিধিত্ব।