ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন রাশিয়ার

  • আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : রুশ নির্মিত মহাকাশ স্টেশন কেমন হবে তার একটি মডেল উন্মোচন করেছে রাশিয়া। দেশটির মহাকাশ সংস্থার তরফে এই মডেলটি প্রকাশ করা হয়েছে। মস্কোর তরফে এ ধরনের একটি প্রকাশের ঘটনা এটিই প্রথম। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত সোমবার মস্কোর কাছে ‘আর্মি ২০২২’ শীর্ষক অস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই অনুষ্ঠানেই নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করে দেশটির জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এ ঘটনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ত্যাগের ব্যাপারে রাশিয়া যে সিরিয়াস সে বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে। গত মাসেই রোসকসমসের প্রধান হিসেবে ইউরি বোরিসভ নামের একজন কর্মকর্তাকে নিয়োগ দেন পুতিন। এদিন নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচনকালে তিনি বলেন, নিজস্ব অরবিটাল স্টেশন তৈরির জন্য কাজ করছে রাশিয়া। ২০২৪ সালের পর তার দেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন রাশিয়ার

আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

প্রত্যাশা ডেস্ক : রুশ নির্মিত মহাকাশ স্টেশন কেমন হবে তার একটি মডেল উন্মোচন করেছে রাশিয়া। দেশটির মহাকাশ সংস্থার তরফে এই মডেলটি প্রকাশ করা হয়েছে। মস্কোর তরফে এ ধরনের একটি প্রকাশের ঘটনা এটিই প্রথম। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত সোমবার মস্কোর কাছে ‘আর্মি ২০২২’ শীর্ষক অস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই অনুষ্ঠানেই নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করে দেশটির জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এ ঘটনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ত্যাগের ব্যাপারে রাশিয়া যে সিরিয়াস সে বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে। গত মাসেই রোসকসমসের প্রধান হিসেবে ইউরি বোরিসভ নামের একজন কর্মকর্তাকে নিয়োগ দেন পুতিন। এদিন নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচনকালে তিনি বলেন, নিজস্ব অরবিটাল স্টেশন তৈরির জন্য কাজ করছে রাশিয়া। ২০২৪ সালের পর তার দেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাবে।