ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাককে শেখ হাসিনার অভিনন্দন

  • আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, এই পদে দক্ষিণ এশীয় ঐতিহ্যের একজন তরুণ ব্রিটিশকে দেখে তিনি আনন্দিত। “আমি কামনা করি, ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে।”
যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিকতা তুলে ধরে ঋষি সুনাকের নেতৃত্বে এই সম্পর্ক আরও গাঢ় হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতার মূল্যবোধের গভীরে নিহিত। সময়ের সাথে সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে আমাদের দৃঢ় সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।”
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা কীভাবে দুই দেশের উন্নয়নে সাধারণ সম্পদ হিসেবে কাজ করে আসছেন, তাও তুলে ধরেন তিনি। শেখ হাসিনা বলেন, “আমি আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।” তিনি ঋষি সুনাকের স্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং তার উচ্চ দায়িত্বে যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। যুক্তরাজ্যের প্রথানমন্ত্রী হিসেবে মঙ্গলবারই দায়িত্ব নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ঋষি সুনাক।
ইতালির নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন। জর্জিয়া মেলোনিকে লেখা এক চিঠিতে তিনি বলেন, “ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় আমি বাংলাদেশের জনগণ ও সরকার এর পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত।” একজন নারী হিসেবে দূরদর্শী মেলোনিতে নির্বাচিত করায় ইতালির জনগণকেও অভিনন্দন জানান শেখ হাসিনা। তিনি বলেন, “আমি নিশ্চিত যে সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে ইতালি অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুঁজে পাবে।”
বাংলাদেশ ও ইতালির সম্পর্ক মেলোনির নেতৃত্বে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা কৃষি, আইসিটি, বেসামরিক বিমান চলাচলসহ অন্যান্য সম্ভাব্য খাতে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে আগ্রহী।” মেলোনিকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাককে শেখ হাসিনার অভিনন্দন

আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, এই পদে দক্ষিণ এশীয় ঐতিহ্যের একজন তরুণ ব্রিটিশকে দেখে তিনি আনন্দিত। “আমি কামনা করি, ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে।”
যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিকতা তুলে ধরে ঋষি সুনাকের নেতৃত্বে এই সম্পর্ক আরও গাঢ় হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতার মূল্যবোধের গভীরে নিহিত। সময়ের সাথে সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে আমাদের দৃঢ় সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।”
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা কীভাবে দুই দেশের উন্নয়নে সাধারণ সম্পদ হিসেবে কাজ করে আসছেন, তাও তুলে ধরেন তিনি। শেখ হাসিনা বলেন, “আমি আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।” তিনি ঋষি সুনাকের স্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং তার উচ্চ দায়িত্বে যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। যুক্তরাজ্যের প্রথানমন্ত্রী হিসেবে মঙ্গলবারই দায়িত্ব নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ঋষি সুনাক।
ইতালির নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন। জর্জিয়া মেলোনিকে লেখা এক চিঠিতে তিনি বলেন, “ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় আমি বাংলাদেশের জনগণ ও সরকার এর পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত।” একজন নারী হিসেবে দূরদর্শী মেলোনিতে নির্বাচিত করায় ইতালির জনগণকেও অভিনন্দন জানান শেখ হাসিনা। তিনি বলেন, “আমি নিশ্চিত যে সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে ইতালি অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুঁজে পাবে।”
বাংলাদেশ ও ইতালির সম্পর্ক মেলোনির নেতৃত্বে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা কৃষি, আইসিটি, বেসামরিক বিমান চলাচলসহ অন্যান্য সম্ভাব্য খাতে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে আগ্রহী।” মেলোনিকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।